নয়াদিল্লি, 13 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক-মন্ত্রী অখিল গিরি ৷ এতে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ রবিবার রাজধানীর নর্থ অ্যাভিনিউ থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেছেন ৷ এফআইআরে অখিল গিরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code, IPC) সংশ্লিষ্ট ধারায় এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইনে মামলা করা হয়েছে ৷
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিল গিরিকে দল থেকে বের করে দিন এবং তিনি নিজে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চান (CM Mamata should apologize) ৷
এফআইআর দায়ের করে লকেট বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতি দেওয়া উচিত ৷ অখিল গিরি তাঁর সরকারের একজন মন্ত্রী ৷ তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়ের) তাঁকে এখনই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিন ৷ তারা তফসিলি জাতি-উপজাতি নিয়ে জনসমক্ষে অনেক কিছু বলতে পারে ৷ কিন্তু এটাই তাদের মন্ত্রীর প্রকৃত ভাবনা ৷"