পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Locket Chatterjee: মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, দাবি লকেটের - লকেট চট্টোপাধ্যায়

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক-মন্ত্রী অখিল গিরি ৷ এ নিয়ে উত্তাল রাজনৈতিক মহল ৷ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এফআইআর দায়ের করলেন (Locket Chatterjee FIR in New Delhi) ৷

Akhil Giri
ETV Bharat

By

Published : Nov 13, 2022, 1:02 PM IST

Updated : Nov 13, 2022, 2:50 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক-মন্ত্রী অখিল গিরি ৷ এতে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ রবিবার রাজধানীর নর্থ অ্যাভিনিউ থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেছেন ৷ এফআইআরে অখিল গিরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code, IPC) সংশ্লিষ্ট ধারায় এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইনে মামলা করা হয়েছে ৷

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিল গিরিকে দল থেকে বের করে দিন এবং তিনি নিজে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চান (CM Mamata should apologize) ৷

এফআইআর দায়ের করে লকেট বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতি দেওয়া উচিত ৷ অখিল গিরি তাঁর সরকারের একজন মন্ত্রী ৷ তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়ের) তাঁকে এখনই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিন ৷ তারা তফসিলি জাতি-উপজাতি নিয়ে জনসমক্ষে অনেক কিছু বলতে পারে ৷ কিন্তু এটাই তাদের মন্ত্রীর প্রকৃত ভাবনা ৷"

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য অখিলের ! প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা

শহিদ দিবসে (Martyrs' Day) নন্দীগ্রামে হিংসাত্মক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন অখিল গিরি ৷ শুক্রবার এই প্রসঙ্গের মাঝে তিনি শুভেন্দু অধিকারীকে টানেন ৷ তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ তার মধ্যে রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে বেঁফাস মন্তব্য করে বসেন মন্ত্রী অখিল গিরি ৷

শনিবার বিরোধী, এমনকী নিজের দলেও কড়া সমালোচনার মুখোমুখি হন অখিল গিরি ৷ তারপর সংবাদমাধ্যমে ক্ষমাও চেয়েছেন বিধায়ক ৷ তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো শুক্রবারই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এদিন তিনি ক্ষমা চেয়ে বলেন, "আমি রাষ্ট্রপতি বলেছি ৷ কারওর নাম উল্লেখ করিনি৷ যদি রাষ্ট্রপতি কোনও ভাবে অপমানিত বোধ করেন, তাহলে আমি দুঃখিত ৷ আমি যা বলেছি তার জন্য অনুতপ্ত ৷" তবে বিজেপি কী বলল, তা নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই, জানিয়েছেন অখিল গিরি ৷

Last Updated : Nov 13, 2022, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details