পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Locket on Bengal Violence: বাংলার হিংসা নিয়ে লোকসভায় আলোচনার দাবি লকেটের - বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়

বাংলায় লাগাতার ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা নিয়ে সংসদে সোমবার আলোচনা চাইলেন বিজেপি সাংসদ ৷ লোকসভার 'জিরো আওয়ারে' বাংলার অশান্তি নিয়ে সরব হবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন লকেট চট্টোপাধ্য়ায় ৷

Etv Bharat
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়

By

Published : Apr 3, 2023, 7:47 AM IST

নিউদিল্লি, 3 এপ্রিল: হাওড়ার পর হুগলি ৷ হিংসা-অশান্তি থামার বদলে বেড়েই চলেছে ৷ একের পর এক কড়া বিবৃতি জারি করে রাজ্য় পুলিশকে কড়া হাতে ঘটনার মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস ৷ পাশাপাশি রাজ্য়ে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় তিনিও যে যথেষ্ট উদ্বিগ্ন তা প্রকাশ্য়ে জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এবার বাংলায় লাগাতার ঘটে যাওয়া এই হিংসাত্মক ঘটনা নিয়ে সংসদে সোমবার আলোচনা চাইলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷ ওই দিন লোকসভার 'জিরো আওয়ারে' বাংলার অশান্তি নিয়ে তাঁরা সরব হবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন হুগলির সাংসদ ৷

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পর পর দু'দিন রাজ্য়ের দুই জেলা অশান্ত হয়ে ওঠে ৷ হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়া ৷ অশান্তির ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। বিজেপির তরফে অভিযোগ, রিষড়ায় সংঘর্ষের ঘটনার সময় রামনবমীর মিছিলে উপস্থিত ছিলেন খোদ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এমনকী মিছিলে আক্রমণের জেরে বিজেপি বিধায়ক বিমান ঘোষ গুরুতর আহত হয়েছেন ৷ এরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সাংসদ ৷ রবিবার তিনি বলেন, "আমি এই হিংসাত্মক ঘটনার গভীরতা বিবেচনা করে সোমবারই সদনের কাছে জরুরীভাবে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানাব ৷ জিরো আওয়ারে সুযোগ পেলে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করব।"

আরও পড়ুন: একগুচ্ছ প্রকল্প উপহার দিতে হায়দরাবাদ সফরে মোদি

উল্লেখ্য়, রবিবার বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষের মিছিল ঘিরে অশান্ত হয়ে ওঠে রিষড়া। ইটবৃষ্টি ও আগুন লাগানোর অভিযোগও উঠেছে। সংঘর্ষে খানাকুলের বিজেপি বিধায়ক বিমান ঘোষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এরপর রাতেই কড়া ভাষায় বিবৃতি দেন রাজ্য়পাল ৷ গুন্ডা এবং দুর্বৃত্তদের কঠিন হাতে দমন করতে পুলিশকে নির্দেশও দিয়েছেন তিনি ৷ রাজ্য়ের দুই জেলায় একের পর এক হিংসার ঘটনার জেরে সোমবার উত্তাল হয়ে উঠতে পারে সংসদ ৷ এর আভাস পাওয়া গেল লকেটের কথা থেকেই ৷ তিনি বলেন, "প্রতি বছর রামনবমী এবং দুর্গা পুজোর বিসর্জনের সময় বাংলায় এই এক হিংসার ছবি ধরা পড়ে ৷ বাংলায় হিন্দুরা আতঙ্কিত এটা মেনে নেওয়া যায় না ৷" পাশাপাশি তিনি গোটা ঘটনায় এনআইএ তদন্তেরও দাবি করেছেন ৷

আরও পড়ুন:রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবার উত্তপ্ত রিষড়া, কড়া বিবৃতি রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details