পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jyotirmay Singh Mahato: দুর্ঘটনায় আহতকে মধ্যরাতে হাসপাতালে ভরতি করালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ - বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো

পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ বিজেপির এই নেতা রবিবার মধ্যরাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন ৷ তিনি পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৷ সোমবার বিজেপির তরফে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানানো হয় ৷

Jyotirmay Singh Mahato
Jyotirmay Singh Mahato

By

Published : Jun 19, 2023, 4:10 PM IST

কলকাতা, 19 জুন: দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করলেন পুরুলিয়ার সাংসদ বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ সোমবার সকালের দিকে টুইট করে বিষয়টি জানানো হয় বিজেপির তরফে ৷ এই নিয়ে বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়, ‘‘রাস্তার ধারে দুর্ঘটনাগ্রস্ত আহত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভরতি করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷’’

সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ সেখানে চলন্ত গাড়িতে দেখা গিয়েছে ওই বিজেপি সাংসদকে ৷ তিনি চালকের পাশের আসনে বসে রয়েছেন ৷ পিছনের আসনে শুয়ে রয়েছেন এক ব্যক্তি ৷ জ্য়োর্তিময় সিং মাহাতো কাউকে ফোন করছেন ৷ আর বলছেন যে তিনি পুরুলিয়া সদর হাসপাতালে যাচ্ছেন একজন দুর্ঘটনাগ্রস্ত আহতকে নিয়ে ৷

পরে বিজেপি সূত্রে জানা যায়, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি ৷ তবে তিনি পথদুর্ঘটনায় আহত হয়ে রাস্তার ধারে পড়েছিলেন ৷ সেই সময় যাচ্ছিলেন বিজেপি সাংসদ ৷ তাঁর নজরে পড়ায়, তিনি ওই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান ৷

রবিবার রাত 12টা নাগাদ সেখানে ওই ব্যক্তিকে ভরতি করা হয় ৷ সোমবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ওই ব্যক্তির বয়স 50-55 হতে পারে বলে খবর ৷ ভরতি করার পর চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সারেন জ্যোর্তিময় সিং মাহাতো ৷ তার পর তিনি হাসপাতাল থেকে চলে আসেন ৷

দুর্ঘটনায় আহতকে মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাচ্ছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ

টুইটারে এই পোস্টে বিজেপি সাংসদের প্রশংসা করেছেন অনেকে ৷ চিন্ময় ঘোষ নামে এক ব্যক্তি লিখেছেন, বিজেপি কার্যকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন জ্যোর্তিময় ৷ তবে অনেকে সমালোচনায় করেছেন ৷ ভোটের মরসুমে নির্বাচনী ফায়দা তুলতেই বিজেপি সাংসদ এই কাজ করেছেন বলেও কেউ কেউ কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন:কাকে ভোট দেবেন দিলীপ ? তাঁর বুথে তো প্রার্থীই দিতে পারল না বিজেপি

ABOUT THE AUTHOR

...view details