পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP MP over Saving Water: 'মদ-গুটখা-আয়োডেক্স খান, কিন্তু জল বাঁচান', বার্তা বিজেপি সাংসদের - BJP MP Janardan Mishra

জল জীবন মিশনের একটি ওয়ার্কশপে বিজেপি সাংসদ অভিনব কায়দায় জল বাঁচানোর নিদান দিলেন ৷ নানাধরনের নেশা করলেও জল বাঁচাতে যেন মানুষ না ভোলে (BJP MP Janardan Mishra message over saving water) ৷ কিন্তু মানুষ কী মনে রাখবে ? জল নাকি মদ-গুটখা ?

Save Water
ETV Bharat

By

Published : Nov 8, 2022, 10:21 AM IST

Updated : Nov 8, 2022, 1:30 PM IST

রেওয়া, 8 নভেম্বর: মদ-গুটখা খাক, নেশা করুক, কিন্তু যে কোনও অবস্থায় জল বাঁচানোর কথা মনে রাখুক সাধারণ মানুষ । এমনই আবেদন বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের ৷ হ্যাঁ, এ ভাবেই মধ্যপ্রদেশের রেওয়া বিধানসভা কেন্দ্রের সাংসদ জল সংরক্ষণের বার্তা দিলেন ৷ রবিবার জল-জীবন মিশনের (Jal Jeevan Mission) একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপি নেতা (Drink alcohol, smell thinner...but save water, BJP MP Janardan Mishra) ৷

তিনি বলেন, "জলের অভাবে জমি শুকিয়ে যাচ্ছে ৷ তাই জল বাঁচানো উচিত ৷" কিন্তু এখানেই থামেননি সাংসদ ৷ তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রকাশ্যে বলেন, "মদ খান, গুটখা খান, সুলেসানের গন্ধ শুঁকুন বা আয়োডেক্স খান ৷ কিন্তু জল বাঁচানোর গুরুত্বটা বুঝুন ৷" চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতেও যে জল সংরক্ষণের কথা মনে রাখতে হবে সেই বার্তাই দেন সাংসদ ৷

6 নভেম্বর রেওয়া কৃষ্ণরাজ কাপুর অডিটোরিয়ামে এই জল জীবন মিশনের ওয়ার্কশপ আয়োজন করা হয় ৷ তাঁর এই বক্তৃতার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ ভাইরাল হওয়া এই ভিডিয়োয় তিনি বলেন, "কোনও সরকার জলে কর মকুবের কথা ঘোষণা করলে তাকে বলবেন, আমরা জলের জন্য কর দেব ৷ আপনারা ইলেকট্রিক বিল-সহ অন্য সব কর মকুব করতে পারেন ৷"

আরও পড়ুন: পিএইচই-এর জল খেয়ে বধূর মৃত্যু ! সরকারি আধিকারিকদের তোপ তৃণমূল নেতার

সাংসদ মিশ্র যে এই প্রথম খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন, তা নয় ৷ এমন বিতর্কিত এবং অদ্ভুত বক্তব্যের জন্য আগেও খবরে এসেছেন ৷ সম্প্রতি, একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি খালি হাতে শৌচালয় পরিষ্কার করছেন ৷

Last Updated : Nov 8, 2022, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details