রেওয়া, 8 নভেম্বর: মদ-গুটখা খাক, নেশা করুক, কিন্তু যে কোনও অবস্থায় জল বাঁচানোর কথা মনে রাখুক সাধারণ মানুষ । এমনই আবেদন বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের ৷ হ্যাঁ, এ ভাবেই মধ্যপ্রদেশের রেওয়া বিধানসভা কেন্দ্রের সাংসদ জল সংরক্ষণের বার্তা দিলেন ৷ রবিবার জল-জীবন মিশনের (Jal Jeevan Mission) একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপি নেতা (Drink alcohol, smell thinner...but save water, BJP MP Janardan Mishra) ৷
তিনি বলেন, "জলের অভাবে জমি শুকিয়ে যাচ্ছে ৷ তাই জল বাঁচানো উচিত ৷" কিন্তু এখানেই থামেননি সাংসদ ৷ তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রকাশ্যে বলেন, "মদ খান, গুটখা খান, সুলেসানের গন্ধ শুঁকুন বা আয়োডেক্স খান ৷ কিন্তু জল বাঁচানোর গুরুত্বটা বুঝুন ৷" চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতেও যে জল সংরক্ষণের কথা মনে রাখতে হবে সেই বার্তাই দেন সাংসদ ৷