কলকাতা, 1 এপ্রিল : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে শুক্রবার সপ্তাহব্যাপী বিদেশ সফরে গেলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh is accompanying President Ram Nath Kovind on his foreign tour) । এর আগে মার্চের গোড়ায় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর বিদেশ সফর অনিবার্য কারণবশত বাতিল হয় । এবার 1 থেকে 4 এপ্রিল পর্যন্ত তুর্কমেনিস্তান ও 4 থেকে 7 এপ্রিল পর্যন্ত নেদারল্যান্ডস সফর করবেন রাষ্ট্রপতি (Ram Nath Kovind on a Foreign Tour) ৷ সেই সফরে থাকবেন দিলীপ ঘোষও ।
প্রসঙ্গত, স্বাধীন তুর্কমেনিস্তানে এটিই কোনও ভারতীয় রাষ্ট্রপতির প্রথম সফর । সেরদার বের্দিমুহামেদভ নতুন তুর্কমেন প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন । তার ঠিক পর পরই কোবিন্দের তুর্কমেনিস্তান সফর স্বাভাবিকভাবেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে । আর এই গুরুত্বপূর্ণ সফরে রাষ্ট্রপতির সফরসঙ্গী দিলীপ ঘোষ ।