তেজপুর, (অসম), 5 মে: মণিপুরে 355 ধারা জারি করল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যে জনজাতিদের বিক্ষোভের আগুন এখনও অব্যাহত থাকায় বৃহস্পতিবার রাতে মণিপুরে 355 ধারা জারি করা হয় ৷ এ দিকে, হামলা চালানো হয়েছে বিজেপি বিধায়কের উপর ৷ তাঁর অবস্থা আশংকাজনক ৷
একটি উচ্চ-পর্যায়ের সূত্র জানিয়েছে যে, মণিপুরের পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কুলদীপ সিংকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কুলদীপ সিং হলেন জাতীয় তদন্ত সংস্থা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের প্রাক্তন ডিআইজি । সংবিধানের 355 অনুচ্ছেদের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র ।
এ দিকে, মণিপুরের ফেরজাউল জেলার থানলানের তিনবারের বিধায়ক ভালতে বৃহস্পতিবার ইম্ফলে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে । বৃহস্পতিবার ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকের পর এই হামলার ঘটনা ঘটে । ভালতে বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তিনি বর্তমানে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS) চিকিৎসাধীন । ইম্ফলে তাঁর সরকারি বাসভবনে যাওয়ার পথে তাঁর উপর হামলার ঘটনা ঘটে ।