সোনভদ্র (উত্তরপ্রদেশ) , 16 ডিসেম্বর: 9 বছর আগে একটি ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়ক রামদুলার গোন্ডকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আদালত ৷ শুক্রবার আদালতের এই নির্দেশের পর রাজ্য বিধানসভা থেকে তার বরখাস্ত হওয়াও কার্যত সময়ের অপেক্ষা ৷ জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে একজন আইনপ্রণেতা দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকেই পদে থাকার অযোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন ৷ এমনকী তার সাজার মেয়াদ শেষের পরে আরও 6 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না ৷
সোনভদ্রের এমপি-এমএলএ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রামদুলার গোন্ডকে 10 লক্ষ টাকা জরিমানাও করেছেন ৷ এই টাকা ধর্ষিতাকে দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক ৷ জানা গিয়েছে, ওই নির্যাতিতা এখন বিবাহিত এবং আট বছরের একটি মেয়ের মা ৷ বিশেষ সরকারি আইনজীবী সত্যপ্রকাশ ত্রিপাঠি জানান, আদালত দুধি বিধানসভা আসনের বিধায়ককে গত 12 ডিসেম্বর দোষী সাব্যস্ত করে। ঘটনাটি 2014 সালে ঘটেছিল ৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ) এবং 506 (ফৌজদারি ভয় দেখানোর শাস্তি) ধারার পাশাপাশি শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা নথিভুক্ত করেছিল ধর্ষিতার ভাই।