বাগালকোট (কর্ণাটক), 20 ডিসেম্বর: মন্ত্রী না হওয়া পর্যন্ত বিধানসভা অধিবেশনে যোগ দেবেন না, সোমবার কর্ণাটকের (Karnataka) প্রবীণ বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (BJP MLA Eshwarappa) এই দাবি করেছেন ৷
শিবমোগার বিধায়ক এই বছরের শুরুর দিকে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতী রাজ মন্ত্রী হিসাবে পদত্যাগ করেছিলেন ৷ বেলাগাভির (Belagavi) ঠিকাদার সন্তোষ পাটিল উদুপি হোটেলে আত্মঘাতী হন ৷ তাঁর কাছ থেকে 40 শতাংশ কমিশন দাবি করা হয়েছে, এই অভিযোগ তুলে তিনি আত্মহত্যা করেন ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছিল ঈশ্বরাপ্পার ৷ তার পরই তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন ৷
ঈশ্বরাপ্পা সাংবাদিকদের জানিয়েছেন যে তদন্তকারী সংস্থা তাঁকে ঠিকাদার আত্মহত্যার মামলায় (Contractor Suicide Case) ক্লিন চিট দিলেও তাঁকে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে । তিনি আরও জানিয়েছেন যে বেলাগাভিতে যাবেন, যেখানে বিধানসভার অধিবেশন চলছে ৷ তবে তিনি এতে যোগ দেবেন না ।
এই নিয়ে ঈশ্বরাপ্পা যে ক্ষুব্ধ, তা স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ তিনি জানিয়েছেন, বেলাগাভিতে যাওয়ার উদ্দেশ্য হল, বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরির কাছে একটি চিঠি জমা দেওয়া, যাতে তাঁকে পুরো অধিবেশনে যোগ না দেওয়ার অনুমতি দেওয়া হয় ৷ পাশাপাশি ওই আত্মহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি ৷