পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্র আইন পরিষদের উপনির্বাচনে হার বিজেপির

তবে, মহারাষ্ট্রের প্রধান ক্ষমতাশীল দল শিবসেনা আইন পরিষদের উপনির্বাচনে একটি আসনেও জিততে পারেনি ৷ অমরাবতী কেন্দ্র থেকে শিবসেনা তাদের একমাত্র প্রার্থী দাঁড় করিয়েছিল ৷ অন্য়দিকে, মহারাষ্ট্রের জোট সরকারের অন্য় দুই শরিক এনসিপি ও কংগ্রেস মোট চারটি আসনে জিতেছে ৷ বিজেপি যে একটি আসন পেয়েছে, সেটি হল ধুলে-নন্দুরবার কেন্দ্র থেকে ৷

bjp-lost-in-maharashtra-legislative-council-election
মহারাষ্ট্র আইন পরিষদের উপনির্বাচনে হার বিজেপির

By

Published : Dec 4, 2020, 3:08 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর : মহারাষ্ট্রের আইন পরিষদের উপ নির্বাচনে খারাপ ফল বিজেপির ৷ আইন পরিষদের 6 আসনের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন দল ৷ যেখানে শাসক নহা অগাধি জোট 4টি আসেন জয় পেয়েছে ৷ বাকি একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী ৷

তবে, মহারাষ্ট্রের প্রধান ক্ষমতাশীল দল শিবসেনা আইন পরিষদের উপনির্বাচনে একটি আসনেও জিততে পারেনি ৷ অমরাবতী কেন্দ্র থেকে শিবসেনা তাদের একমাত্র প্রার্থী দাঁড় করিয়েছিল ৷ অন্য়দিকে, মহারাষ্ট্রের জোট সরকারের অন্য় দুই শরিক এনসিপি ও কংগ্রেস মোট চারটি আসনে জিতেছে ৷ বিজেপি যে একটি আসন পেয়েছে, সেটি হল ধুলে-নন্দুরবার কেন্দ্র থেকে ৷

আশ্চর্যভাবে বিজেপি তাঁদের শক্ত ঘাঁটিগুলিতেই হেরেছে ৷ বিশেষ করে নাগপুরের আসনে বিজেপির হার অবাক করেছে রাজনৈতিক মহলকে ৷ যে আসনে অতীতে জিতেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা দেবেন্দ্র ফড়নবিশের বাবা গঙ্গাধর ফড়নবিশ ৷ এমনকি পুণেতেও জোট সরকারের প্রার্থীর কাছে হারতে হয়েছে বিজেপিকে ৷ যে কেন্দ্রে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ও মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল দু’জনেই প্রচারে গিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details