কারনাল (হরিয়ানা), 20 অক্টোবর: দু'জন ভক্তকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান (Dera Sacha Sauda chief) গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim) বুধবার একটি ভার্চুয়াল 'সৎসঙ্গ'-এর আয়োজন করেছিলেন ৷ সেখানে যোগ দেন বেশ কয়েকজন বিজেপি নেতা ৷ ছিলেন কারনালের মেয়র রেণু বালা গুপ্তা, বিজেপি জেলা সভাপতি যোগেন্দ্র রাণা, ডেপুটি মেয়র নবীন কুমার-সহ অন্যান্য নেতারা (Satsang organised by Dera Sacha Sauda chief)৷ এই ঘটনায় ফের বিতর্কের সৃষ্টি হচ্ছে ৷ আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই ডেরা প্রধানকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা ৷
ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন রাম রহিম ৷ ডেরা প্রধানের পরিবার তাঁর এক মাসের প্যারোলের জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন । সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে 40 দিনের প্যারোলে সুনারিয়া সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ।
এরপরই ভার্চুয়াল 'সৎসঙ্গ'-এর আয়োজন করেন তিনি ৷ সেখানে কীভাবে বিজেপি নেতারা অংশগ্রহণ করলেন তার জবাবদিহি চেয়েছেন বিরোধীরা ৷ সিনিয়র ডেপুটি মেয়র বলেন, "আমাকে 'সৎসঙ্গ'-এ আমন্ত্রণ জানানো হয়েছিল । উত্তরপ্রদেশ থেকে অনলাইনে সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল । আমার ওয়ার্ডে অনেক লোক বাবার সঙ্গে যুক্ত । আমরা সামাজিক মাধ্যম থেকে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছি ৷ এর সঙ্গে বিজেপির বা আসন্ন উপনির্বাচনের কোনও যোগ নেই ৷" উল্লেখ্য, 3 নভেম্বর হরিয়ানার আদমপুরে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে । পাশাপাশি, রাজ্যে শীঘ্রই পঞ্চায়েত নির্বাচনও হওয়ার কথা ।
আরও পড়ুন:খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড রাম রহিমের
ডেপুটি মেয়র নবীন কুমার বলেন, যাঁরা সৎসঙ্গের খবর পেয়েছেন তাঁরা সবাই সেখানে যোগ দিয়েছেন । নির্বাচনে জয়ী হওয়ার জন্য তিনি রাম রহিমের আশীর্বাদ নিতে চেয়েছিলেন কি না এই প্রশ্নে নবীন বলেন যে, জনগণ তাঁকে তাঁদের ওয়ার্ড থেকে বেছে নিয়েছে এবং এটি কেবল জনগণেরই সিদ্ধান্ত । ডেরা প্রধানের প্যারোলের কথা বলতে গিয়ে তিনি বলেন, যে কেউ নিজের ইচ্ছায় প্যারোল চাইতে পারেন । তাঁর কথায়, "তিনি (ডেরা প্রধান) দীপাবলির উত্সবের জন্য প্যারোল নিয়ে থাকতে পারেন এবং আমাদের এটিকে নির্বাচনের সঙ্গে তুলনা করা উচিত না ৷" বিরোধীরা অভিযোগ করেছে যে আসন্ন উপনির্বাচনের কারণেই রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে । এর আগে, রাম রহিমকে 17 জুন এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ।
একই কথা বলতে গিয়ে হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ বলেছেন যে, আদমপুর উপনির্বাচনের সঙ্গে রাম রহিমের প্যারোলের কোনও সম্পর্ক নেই । তিনি বলেন, "জেল বিভাগ প্যারোল মঞ্জুর করেছে । এর সঙ্গে আমার কিছু করার নেই । কারনালের একজন ব্যক্তি যদি গুরমিত রাম রহিমকে বিশ্বাস করেন এবং তাঁকে দেখতে যান, তাহলে আদমপুর নির্বাচনের সঙ্গে তার কী সম্পর্ক ?"
রাম রহিম 2017 সাল থেকে হরিয়ানার সুনারিয়া কারাগারে বন্দি রয়েছেন ৷ সিরসায় তাঁর আশ্রমের সদর দফতরে দুই শিষ্যাকে ধর্ষণের জন্য 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি । পাঁচকুলার একটি বিশেষ সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিল । 2021 সালের 8 অক্টোবর আদালত প্রাক্তন ডেরা ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলাতেও রাম রহিম এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছিল । রঞ্জিত সিংকে 2002 সালে ডেরা সাচ্চা সৌদা চত্বরে খুন করা হয়েছিল ।