নয়াদিল্লি, 8 জুন : ভোট পরবর্তী হিংসা ও অন্যান্য বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ আগামিকাল, বুধবার তিনি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ মঙ্গলবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷
গতকাল, সোমবার রাতে তিনি দিল্লি পৌঁছেছেন ৷ আজ সকালে তিনি বৈঠক করেন অমিত শাহের সঙ্গে ৷ সেই বৈঠক শেষে তিনি জানান, অমিত শাহের সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছে ৷ তাছাড়া তিনি বিরোধী দলনেতা হিসেবে কাজ করার আগে দলের নেতৃত্বের আশীর্বাদ নিচ্ছেন ৷ তাই আজ, বিকেল 5টায় তিনি দেখা করবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ৷
আরও পড়ুন :বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভালো হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর
একই সঙ্গে তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারিও দিয়েছেন ৷ তিনি জানান, এই জিনিস বেশিদিন চলবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে স্বাধীন দেশের রানি বলে মনে করছেন বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু ৷ তবে এই ক্ষেত্রে তিনি একবারও মমতার নাম মুখে আনেননি ৷