বেত্তিয়া (বিহার), 4 সেপ্টেম্বর: বিহারের বেত্তিয়া জেলায় বিজেপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ৷ সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সোনু কুমার নামে 32 বছরের ওই বিজেপি নেতা ৷ অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ ৷ সঙ্গে থাকা ওই বিজেপি নেতার বন্ধু 28 বছরের সুজিত কুমার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, বেত্তিয়ার মুফাসিল থানা এলাকার দোগওয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ সোনু কুমার নামে বিজেপির আদিবাসী সেলের ওই নেতা তাঁর বাড়ি থেকে 200 মিটার দূরে একটি জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ওই দুষ্কৃতীরা ৷ ওই সময় তাঁর সঙ্গে থাকা সুজিত কুমার সোনুকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁকেও আঘাত করে ৷ গুরুতর জখম অবস্থায় সোনু এবং সুজিতকে বেত্তিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় সোনুর ৷ সুজিত কুমারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷