পাটনা (বিহার), 7 নভেম্বর: সোমবার বিহারের কাটিফার জেলায় আততায়ীদের গুলিতে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে (BJP leader shot dead in Bihar) ৷ এমনটাই জানিয়েছে পুলিশ । দুই বাইক আরোহী এসে হামলা করেন তাঁর উপর ৷ মৃত নেতার নাম সঞ্জীব মিশ্র ৷ তিনি তেলতা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি (Former District president) ছিলেন এই সঞ্জীব ।
BJP Leader Death: বিহারে আততায়ীদের গুলিতে বিজেপি নেতার মৃত্যু - বিহারে আততায়ীদের গুলিতে মৃত্যু এক বিজেপি নেতার
সোমবার বিহারে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে (BJP Leader Death) ৷ কাটিহার জেলায় দুই বাইক আরোহী আচমকাই হামলা চালায় ওই নেতার উপর ৷ আততায়ীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।
BJP leader shot dead in Bihar
আরও পড়ুন:বালসোরে পথ দুর্ঘটনায় মৃত বাংলার 3, আহত আরও 8
তিনি তেলতায় তাঁর বাড়ির বাইরে বসে ছিলেন ৷ তখন আততায়ীরা এসে তাঁর ওপর গুলি চালায় । দুটি গুলি লাগে সঞ্জীবের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পুরোনো শত্রুতা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর ।