পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sambit Slams Rahul: কংগ্রেস আমলের আইনেই দোষী সাব্যস্ত রাহুল, বিস্ফোরক সম্বিত - বিস্ফোরক সম্বিত

মোদি-পদবি নিয়ে বিতর্কের জেরে সম্প্রতি সুরাত আদালতে ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধি ৷ নিম্ন আদালতের রায়ের জেরে খারিজ হয়েছে তাঁর সাংসদ পদও ৷ এরপরই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল আজ সোমবার সুরাত নিম্ন আদালতের রায়কে চ্য়ালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন রাহুল গান্ধি ৷

Etv Bharat
বিস্ফোরক দাবি করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র

By

Published : Apr 3, 2023, 9:48 AM IST

Updated : Apr 3, 2023, 10:54 AM IST

কলকাতা, 3 এপ্রিল:ইউপিএ আমলে পাশ হওয়া আইনেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি ৷ সুরাত আদালতে রাহুলের আপিলের দিনই তাঁকে চরম খোঁচা দিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ মোদি পদবি নিয়ে বিতর্কের জেরে সম্প্রতি সুরাত আদালতে ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধি ৷ এই আদালতের রায়ের জেরে তাঁর সাংসদ পদ পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে ৷ এরপরই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল আজ সোমবার সুরাত নিম্ন আদালতের রায়কে চ্য়ালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন রাহুল গান্ধি ৷ যা নিয়েই এদিন রাহুলকে বাক্য় বাণে বিদ্ধ করলেন সম্বিত পাত্র ৷ কলকাতায় বসে তিনি বলেন, "ইউপিএ সরকারের জমানায় আনা আইনেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে ৷ গান্ধি পরিবারের জন্য় কি আলাদা আইন হবে?" পাশাপাশি তিনি জানান, যেভাবে কংগ্রেস এবং রাহুল গান্ধি বিচার বিভাগীয় ব্য়বস্থার উপর আক্রমণ করছে তা নজিরবিহীন ৷

আরও পড়ুন: বাংলার হিংসা নিয়ে লোকসভায় আলোচনার দাবি লকেটের

কলকাতায় সোমবার সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে আজ সুরাতে উচ্চ আদালতে আপিল করতে চলেছে কংগ্রেস ৷ শুরুতেই এবিষয় নিয়ে কড়া আক্রমণ শানান সম্বিত ৷ তাঁর দাবি, এভাবে রাজনৈতিক কর্মসূচি করে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস ৷ এমনিতেই রামনবমীকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক মহল ৷ বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এনিয়ে শাসক ও বিরোধীর তরজা তুঙ্গে পৌঁছেছে ৷

এদিকে 2019 সালে 'মোদি' পদবি নিয়ে রাহুলের মন্তব্য়ের প্রেক্ষিতে দায়ের হওয়া মানহানির মামলায় সম্প্রতি দুই বছরের কারাদণ্ড দিয়েছিল সুরাতের জেলা আদালতের বিচারক এইচএইচ ভর্মা। যার জেরে লোকসভার সাংসদ পদও খুইয়েছেন তিনি ৷ যদিও আদালত তাঁকে জামিন দিয়ে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দিয়েছিল ৷ পাশাপাশি যাতে রাহুল গান্ধি উচ্চ আদালতে আবেদন করতে পারেন সেকারণে 30 দিনের জন্য় সাজাও স্থগিত রাখেন বিচারক। সময় থাকতে থাকতে এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করতে চলেছেন ওয়ানাডের প্রাক্তন কংগ্রেস সাংসদ ! সূত্রের খবর, এদিন নিম্ন আদালতের কারাদণ্ডের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে হলফনামাও জমা দিতে পারেন তিনি।

সে প্রসঙ্গেই এদিন রাহুলকে আক্রমণ করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র ৷ তিনি বলেন, "রাহুল গান্ধির নেতৃত্বে আজ কংগ্রেস সদলবলে অশান্তি করতে সুরাত যাচ্ছে ৷ এর আগেও ওবিসি সমাজকে রাহুল গান্ধি অপমান করেছে ৷ ফের তাঁদের অপমান করতে সুরাতে যাচ্ছেন ৷ আমরা জানি না, ওবিসি সমাজের প্রতি গান্ধি পরিবারের এত ঘৃণা কেন ?" রাহুলের পাশাপাশি এদিন বিরোধী ঐক্য়কেও একহাত নিয়েছেন তিনি ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও কটাক্ষ করেন সম্বিত পাত্র ৷ তিনি বলেন, "মমতা দিদি সকালে একরকম বলেন, বিকালে আর একরকম কথা বলেন ৷ সকালে ফুল নিয়ে রাহুল গান্ধির সঙ্গে দেখা করে বলেন ভালো, আবার বিকালে অন্য় কথা বলেন ৷ আগে উনি নিজে ঠিক করুন কী বলবেন !"

Last Updated : Apr 3, 2023, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details