নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: আদানি বিতর্কে (Adani Controversy) মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও তাঁর সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই নিয়ে রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি (BJP) ৷ দলের বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি ভিত্তিহীন, নির্লজ্জ ও বেপরোয়া আক্রমণ শানিয়েছেন ৷ একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন মোদি সরকারের (Modi Government) প্রাক্তন মন্ত্রী ৷ তাঁর দাবি, দেশের সবচেয়ে বড় দুর্নীতিতে জড়িয়েছে কংগ্রেস ৷ আর তা করে দেশের ভাবমূর্তি রাহুল গান্ধির দলই কালিমালিপ্ত করেছে ৷
গত 31 জানুয়ারি শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session 2023) ৷ প্রথমদিন প্রথামাফিক যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পরদিন 2023-24 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার পর নিয়ম অনুযায়ী সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা ৷ মঙ্গলবার সেই নিয়েই ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তখনই তিনি আদানি বিতর্কে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন ৷