নয়াদিল্লি, 19 জুন : ঘোষণার পর থেকে মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme of Modi Government) নিয়ে উত্তাপ বাড়ছে দেশজুড়ে ৷ এবার সেই উত্তাপে নতুন বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (BJP leader Kailash Vijayvargiya draws flak over remark on Agniveers) ৷ রবিবার তিনি জানিয়েছেন, ‘অগ্নিবীর’দের বিজেপি অফিসে নিরাপত্তারক্ষীর কাজে তিনি অন্তত অগ্রাধিকার দেবেন ৷
স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক ৷ কংগ্রেস থেকে তৃণমূল, সব রাজনৈতিক দলই এই নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ এমনকি বিজেপি সাংসদ বরুণ গান্ধিও এই মন্তব্য নিয়ে দলের নেতার সমালোচনা করেছেন ৷
রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (BJP Leader Kailash Vijayvargiya) ৷ সেখানে তিনি কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের ভালোদিক কোনগুলি, তা নিয়ে কথা বলেছেন ৷ চার বছরের প্রশিক্ষণ শেষে অগ্নিবীররা গর্ববোধ তো করবেনই ৷ একই সঙ্গে 11 লক্ষ টাকাও পাবেন ৷ এদিন এমনটাই দাবি করেন কৈলাস ৷
কিন্তু এর পরই তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন ৷ কৈলাস বলেন, ‘‘যদি বিজেপি অফিসে নিরাপত্তারক্ষীর প্রয়োজন হয়, তখন অগ্নিবীরদেরই অগ্রাধিকার দেওয়া হবে ৷’’ এর পর তিনি ব্যাখ্যা করেন যে জওয়ানরা অকুতোভয় হন ৷ তাই তাঁদের নিরাপত্তার দায়িত্ব দিতে অনেকেই পছন্দ করেন ৷