কলকাতা, 20 অগস্ট : বাংলার মেয়েকে নবান্ন থেকে উৎখাত করার দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি ৷ কিন্তু কেরলের মেয়েকে ঘরনি করতে তাঁকে ব্যর্থতার মুখ দেখতে হল না ৷ বরং 53 বছরের অকৃতদার জীবনে ইতি টেনে বিজেপির অরবিন্দ মেনন আজ থেকে বিবাহিত ৷
আজ, শুক্রবার তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে সারেন ৷ কেরলের ত্রিশূর মন্দিরে বিয়ে হয় ৷ তার পর স্ত্রী শ্রুতির সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ তার পরই হইচই শুরু হয়ে যায় ৷ কারণ, এই বিয়ের কথা অনেকেরই অজানা ছিল ৷
আরও পড়ুন :Mamata Banerjee : সোনিয়ার ডাকা বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক মমতার
বরাবর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত অরবিন্দ সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন ৷ দীর্ঘ 15 বছর সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন মধ্য প্রদেশে ৷ 2016 সালে তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷ তাঁকে নিয়ে আসা হয় বাংলায় ৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সহকারি করা হয় ৷ তার পর থেকে তিনি বাংলায় দলের হয়ে কাজ করেছেন ৷ এখন তিনি দলের অন্যতম জাতীয় সম্পাদক ৷
আরও পড়ুন :Rahul Gandhi: রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক
2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্ব তাঁর উপরেও ছিল ৷ দলের সংগঠনের খুঁটিনাটি তাঁকেও দেখতে হত ৷ কিন্তু সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি ৷ বরং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন ৷ তবে বিজেপির শক্তি বেড়েছে ৷ এই প্রথম বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে ৷ তাদের 77 জন প্রার্থী বিধায়ক হয়েছেন ৷ মুকুল রায়ের দলত্যাগ ও দু’জনের পদত্যাগের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে 74-এ ৷ এটাকে অবশ্যই সাফল্য হিসেবেই দেখতে হবে ৷
আরও পড়ুন :Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির
প্রসঙ্গত, মেননের কেরলেই জন্ম ৷ তবে তিনি বড় হয়েছেন বারাণসীতে ৷ সূত্রের খবর, তাঁকে এবার কেরলের সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে ৷ তাঁর স্ত্রীও সম্ভবত সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন ৷ এখন দেখার বাংলায় মমতাকে হারাতে না পারলেও পাঁচ বছর পর বিজয়নের মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক আটকাতে পারেন কি না অরবিন্দ !
আরও পড়ুন :PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, পরোক্ষে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা মোদির