কলকাতা ও আগরতলা, 3 জানুয়ারি : বিজেপি বিরোধিতার নামে কংগ্রেসকে দুর্বল করা মোটেও লক্ষ্য নয় তৃণমূল কংগ্রেসের ৷ সোমবার ত্রিপুরার আগরতলায় আয়োজিত সাংগঠনিক বৈঠকে একথা বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on Congress) ৷ নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফরে আসেন তিনি ৷ সোমবারই এই সফরের শেষ দিন ৷ তার আগে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অভিষেক ৷ সেখানেই তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে একথা বলেন অভিষেক ৷
আরও পড়ুন :Dilip criticises Abhishek : কী করতে যাচ্ছেন ত্রিপুরায়, অভিষেককে কটাক্ষ দিলীপের
তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বসার পরই পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, অসম, গোয়া, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে দলের সংগঠন বিস্তারে মনোনিবেশ করেছেন অভিষেক ৷ সেই উদ্দেশ্য পূরণ করতেই বারবার ত্রিপুরা সফরে আসছেন তিনি ৷ এদিন অভিষেক জানান,কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের লক্ষ্য নয় ৷ বরং, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়াই করাই বাংলার শাসকদলের মুখ্য উদ্দেশ্য ৷
প্রসঙ্গত, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নেত্রীদের তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়েছে ৷ এর মধ্য়ে একটা বড় অংশ আসছে কংগ্রেস থেকে ৷ যার জেরে কংগ্রেস নেতাদের অভিযোগ, বিজেপি বিরোধিতা নয়, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য হল, কংগ্রেসকে দুর্বল করা ৷ এদিন কংগ্রেস নেতৃত্বের এই তত্ত্ব খারিজ করে দিয়ে কিছুটা সুর নরম করেছেন অভিষেক ৷
এদিন আগরতলায় দাঁড়িয়ে অভিষেক (Abhishek Banerjee in Tripura) বলেন, ‘‘কংগ্রেসেকে দুর্বল করছে না তৃণমূল ৷ তৃণমূল সেখানেই যাচ্ছে, যেখানে বিজেপি আছে ৷ কংগ্রেস শাসিত রাজ্যে আমরা যাচ্ছি না ৷ যদি তাদের দুর্বল করতে চাইতাম, তাহলে পঞ্জাব যেতাম, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে যেতাম ৷ কংগ্রেসের অনেক নেতা যোগাযোগ করছেন আমাদের সঙ্গে ৷ সেই হিসাবে দেখলে তো দলটাই উঠে যেত ৷ আমরা ইউপিএ-তে যাব না ৷ কিন্তু কংগ্রেসকেও শীত ঘুম ভেঙে বেরোতে হবে ৷ আসলে কংগ্রেস থেকে যেভাবে একের পর এক নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন, তাতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক ৷’’
ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বিস্তারের সঙ্গে সঙ্গে দলীয় নেতা, কর্মীদের উপর লাগাতার আক্রমণ শুরু হয়েছে বলে অভিযোগ ৷ সেই আক্রমণ সম্পর্কে বলতে গিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় সিপিএম 16টি আসন পেয়েছিল ৷ অথচ এখানে বিরোধী দলের যে ভূমিকা ছিল, তা তারা সঠিকভাবে পালন করেনি ৷ অন্যদিকে, তৃণমূল প্রথম দিন থেকেই এখানে বিরোধী দলের দায়িত্ব পালন করছে ৷ আর সে কারণেই তৃণমূলের উপর লাগাতার আক্রমণ হচ্ছে ৷’’
আরও পড়ুন :Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের
দলের প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মন্তব্য করেন, ‘‘2013 সালের তৃণমূল আর বর্তমানের তৃণমূল আলাদা ৷ তৃণমূল বর্তমানে যে শক্তি নিয়ে এ রাজ্যে ছাপিয়ে গিয়েছে, অতীতে তা কখনওই ছিল না ৷ আর সেই কারণেই এত আক্রমণ ৷’’ এদিন অভিষেক জানিয়েছেন, খুব শীঘ্রই ত্রিপুরায় দলের নতুন কার্যালয় তৈরি করা হবে ৷ একইসঙ্গে, এই মাসের মধ্যেই ত্রিপুরা রাজ্য কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছেন তিনি ৷ আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ নেতা তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি তাঁর ৷ তবে অভিষেকের বক্তব্য হল, ‘‘যাঁরাই তৃণমূলে আসুন না কেন, তাঁদের সকলকেই নিঃশর্তে আসতে হবে ৷ ময়দানে নেমে লড়াই করতে হবে ৷ মাটি কামড়ে পড়ে থাকতে হবে ৷ তবেই ভাল ফল করা যাবে ৷’’