নয়াদিল্লি, 16 অগস্ট: আগামী বছর লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোট এবং অন্য রাজনৈতিক দলগুলি ৷ তবে তার আগে এবছরেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার প্রস্তুতি হিসেবে বুধবার বিকেলে নয়াদিল্লির সদর কার্যালয়ে বৈঠক ডাকল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি ৷ আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোথাও যাতে ফাঁক না-থেকে যায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ৷ সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটির অন্য শীর্ষ নেতারা ৷
2023 সালে মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় রয়েছে বিধানসভা নির্বাচন ৷ এর মধ্যে ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় যথাক্রমে প্রথম দু'টিতে কংগ্রেস ও বিআরএস ক্ষমতায় রয়েছে ৷ তাই বিরোধী-শাসিত এই রাজ্যগুলিতে নির্বাচন জয়ই পাখির চোখ গেরুয়া শিবিরের কাছে ৷ দলীয় সূত্রে খবর, রাজস্থানে যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে বা কখনও জয় পায়নি, এবার সেই কেন্দ্রগুলির উপর নজর দেবে গেরুয়া শিবির ৷ সেখানে ভোটযুদ্ধে কীভাবে জেতা যায়, সেই রণকৌশল ঠিক করার উপরেই গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷