নয়াদিল্লি, 25 নভেম্বর: গুজরাত এবং এমসিডি (দিল্লি পৌরনিগম)-র ভোটে পরাজয়ের ভয়ে (BJP hatching conspiracy to assassinate Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি (Sisodia Slams BJP)৷ এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)৷ শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগের যথাযথ তদন্ত দাবি করেছেন তিনি ৷ নির্বাচন কমিশনেও এই অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন সিসোদিয়া ৷
মণীশ সিসোদিয়ার অভিযোগ, বৃহস্পতিবার বিজেপি নেতা মনোজ তিওয়ারি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন তা একটি "খোলা হুমকি"। তাঁর কথায়, "তাঁর (মনোজ তিওয়ারি) ভাষা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের কথাই প্রকাশ করে ৷ আমরা এই হুমকির জন্য মনোজ তিওয়ারিকে গ্রেফতার করারও দাবি জানাচ্ছি ৷"
যদিও তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়ে আম আদমি পার্টির বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি ৷ তিনি বলেন, "আমি অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন । কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি - এই পুরনো স্ক্রিপ্ট পড়ছেন সিসোদিয়া । কেজরিওয়াল দাবি করেছেন যে, সিসোদিয়াকে গ্রেফতার করা হবে, কারণ তিনিই কেজরিওয়ালের হত্যার ভবিষ্যদ্বাণী করছেন । আমি জানি না কী ঘটছে ৷"