বেঙ্গালুরু, 12 এপ্রিল: 189 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করার পর এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে, বিজেপি 2023 সালের মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনে আবারও জয়ী হওয়ার জন্য তাদের গুজরাত মডেলকেই অনুসরণ করছে । 2022 সালের গুজরাত নির্বাচনের মতোই বিজেপি বেশ কয়েকজন বর্তমান বিধায়ককে টিকিট দেয়নি ৷ ইতিমধ্যেই 7জনেরও বেশি বর্তমান বিধায়কের আসনে নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে । একজন মন্ত্রী ও একজন প্রাক্তন মন্ত্রীও এ বার টিকিট পাননি ৷
এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কর্ণাটকের দাপুটে নেতা ইয়েদুরাপ্পাকেও টিকিট দেওয়া হয়নি ৷ কারণ তাঁর ছেলে এ বার ভোটের ময়দানে নামছেন । 'পরিবারতন্ত্রের রাজনীতি'র বিরুদ্ধে বিজেপির যে অবস্থান তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ এছাড়াও 16জন বর্তমান বিধায়কের নির্বাচনী এলাকার জন্য টিকিট ঘোষণা করা হয়নি । এই কারণে আরও বিধায়কের টিকিট হারানোর সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে ।
অন্যদিকে, গুজরাতের আমুল দুধের ব্র্যান্ড কর্ণাটকে নিয়ে আসার ঘটনায় বিজেপি শাসনের বিরুদ্ধে তুমুল বিতর্ক চলছে । কর্ণাটক রাজ্যের নন্দিনী দুধের ব্র্যান্ডকে দমন করার ষড়যন্ত্র হচ্ছে বলে বিরোধী কংগ্রেস এই নিয়ে সরব হয়েছে ৷ গুজরাত মডেল এবং আমুল ব্র্যান্ড কর্ণাটকে 10 মে নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে যে ।
এ বার কয়েকজন বর্তমান বিধায়ককে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করা হয়েছে এবং নতুনদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে । বিজেপি হাইকমান্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা-সহ 7 জন বর্তমান বিধায়ককে ভোটে লড়তে না করেছে ৷ এছাড়াও বাসবরাজ বোমাই, ক্যাবিনেটের মন্ত্রী এস আঙ্গারা, রঘুপতি ভাট এবং প্রাক্তন মন্ত্রী গুলিহাট্টি শেখর তাঁদের টিকিট হারিয়েছেন ।