নয়াদিল্লি, 10 অগস্ট:ইলেক্টরাল বন্ড (Electoral Bonds) নিয়ে তথ্য় প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ সেই তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের তিন-চতুর্থাংশ অর্থ বিজেপির (BJP) ঘরে ঢুকেছে ৷ আর জাতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের এক নম্বর বিরোধী দল কংগ্রেসের (Congress) মাত্র 9 শতাংশ ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 2019-20 অর্থবর্ষে বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের হিসেব ৷
বিজেপির বার্ষিক অডিট রিপোর্ট অনুযায়ী, 2017-18 আর্থিক বছরে মোট বিক্রিত ইলেক্টরাল বন্ডের মধ্যে 21 শতাংশ অর্থ তারা পেয়েছে ৷ 2019-20 অর্থবর্ষে এই পরিমাণ বেড়ে হয়েছে 74 শতাংশ ৷ 2017-18 অর্থবর্ষে 989 কোটি টাকার ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছিল ৷ এর মধ্যে বিজেপি পেয়েছিল 210 কোটি টাকা ৷ অন্যদিকে 2019-20 অর্থবর্ষে 3427 কোটি টাকার ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছে ৷ তার মধ্যে বিজেপি পেয়েছে 2555 কোটি টাকা ৷
আরও পড়ুন :Supreme Court : বিজেপি-কংগ্রেস-এনসিপি-সিপিএমকে আর্থিক জরিমানা সুপ্রিম কোর্টের
ইলেক্টরাল বন্ড বিক্রি করে বিজেপি যখন ক্রমশ নিজেদের আর্থিক শক্তি বৃদ্ধি করছে, তখন কংগ্রেসের পরিস্থিতি প্রতি বছরই খারাপ হচ্ছে ৷ প্রতি বছরই ইলেক্টরাল বন্ড থেকে তাদের আয় কমছে ৷ 2019-20 আর্থিক বছরে কংগ্রেস 318 কোটি টাকা পেয়েছে ইলেক্টরাল বন্ড বিক্রি করে ৷ কংগ্রেসের ইলেক্টরাল বন্ড বিক্রি প্রায় 25 শতাংশ কমে গিয়েছে ৷
বিজেপির তরফে যে অডিট রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে নির্বাচনী প্রচারে তারা 400 কোটি টাকা খরচ করেছে ৷ এর মধ্যে 249 কোটি টাকা খরচ করা হয়েছে ৷ মুদ্রণ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে 47.38 কোটি টাকা ৷