গান্ধিনগর, 8 ডিসেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে ভোটগণনা (Gujarat Election Result 2022) এখনও মাঝপথে ৷ তার মধ্যেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি ৷ এর আগে বাংলায় প্রায় সাড়ে তিন দশকের বামশাসন দেখেছিল গোটা দেশ ৷ আর এবার গুজরাতেও তিন দশকের বিজেপি শাসনের পথ পাকা হল ৷ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ্য়ে এনেছে, সেই অনুসারে, ইতিমধ্য়েই মোট ভোটের (যত ভোট পড়েছে, তার নিরিখে) 53.33 শতাংশ গিয়েছে গেরুয়া ঝুলিতে ৷ অথচ, গত বিধানসভা নির্বাচনে এই পরিমাণটা সার্বিকভাবেই ছিল 49.10 শতাংশ ৷ অর্থাৎ, এখনও পর্যন্ত এবারের নির্বাচনে গুজরাতে বিজেপির ভোট শেয়ার বেড়েছে প্রায় 4 শতাংশ ৷ যা বিরাট সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আর এর জন্য অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকেই দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷
সেই প্রসঙ্গে ঢোকার আগে গতবারের (2017) বিধানসভা ভোটের ফল একটু ঝালিয়ে নেওয়া যাক ৷ গতবার মোটের উপর কংগ্রেস ভালো ফল করেছিল ৷ মোট 182টি আসনের মধ্যে তারা জিতেছিল 77টি আসনে ৷ বিজেপি পেয়েছিল 99টি আসন ৷ বিজেপির ভোট শেয়ার অবশ্য সেবারও বেড়েছিল ৷ কিন্তু, কমেছিল আসন সংখ্যা ৷ তবে, লক্ষ্যণীয় বিষয় ছিল, কংগ্রেসের ভোট শেয়ার এবং আসন দু'টিই বেড়েছিল ৷ গতবার বিজেপির ভোট শেয়ার বেড়েছিল 1.20 শতাংশ ৷ সেখানে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছিল তাদের দ্বিগুনেরও বেশি, 2.50 শতাংশ ৷ 2012 সালের গুজরাত বিধানসভা ভোটের নিরিখে বিজেপি সেবার কম পেয়েছিল 16টি আসন ৷ উলটো দিকে, 2012 সালের নির্বাচনের ফলের প্রেক্ষিতে কংগ্রেস 16টি আসন বেশি পেয়েছিল 2017 সালে ৷