হায়দরাবাদ , 10 নভেম্বর : দেশজুড়ে উপনির্বাচনে ভালো ফল করল BJP । গুজরাতে উপ নির্বাচনে 8টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে পদ্ম শিবির । গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি উপনির্বাচনের ফলকে 2022 সালের বিধানসভা নির্বাচনের ট্রেলার হিসেবে উল্লেখ করেছেন ।
বিজয় রূপানি বলেন , " কংগ্রেস ডুবন্ত জাহাজ । সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ নষ্ট হয়ে গেছে । দেশের সর্বত্র তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে । উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশ সব জায়গাতেই মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন । বিহারেও BJP-র নেতৃত্বে NDA ক্ষমতায় আসছে । গুজরাতে 8 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল আসন্ন্ নির্বাচনের ট্রেলার । " গুজরাতে আবদাসা, মোরবি , দংশ, কারজান, ধারি , গাধাদা, কাপরাদা ও লিম্বদি কেন্দ্রে উপনির্বাচন হয়।