পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 8, 2023, 3:23 PM IST

ETV Bharat / bharat

Sonia Gandhi: কর্ণাটকে সোনিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

কর্ণাটকের অখণ্ডতা ইস্যুতে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি ৷ সোমবার বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Sonia Gandhi
Sonia Gandhi

বেঙ্গালুরু (কর্ণাটক), 8 মে: আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ সোমবার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচার ৷ প্রচারের শেষদিনে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিক কমিশন ৷ এমনই দাবি তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷

প্রশ্ন উঠেছে, কেন অভিযোগ দায়ের করল বিজেপি ? জানা যাচ্ছে যে পুরো বিতর্কের সূত্রপাত গত শনিবার এক জনসভায় সোনিয়া গান্ধির ভাষণ এবং তার পর সেই ভাষণকে উদ্ধৃত করে কংগ্রেসের একটি বিবৃতিকে কেন্দ্র করে ৷ শনিবার কর্ণাটকের হুবলিতে সভা করেন সোনিয়া গান্ধি ৷ সেই সভায় বক্তব্যের ছবি টুইট করে কংগ্রেস ৷ সঙ্গে লেখা হয় যে 6.5 কোটি কান্নাডিগাদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছেন সোনিয়া গান্ধি ৷ ওই টুইটে কংগ্রেস আরও লেখে, কর্ণাটকের সুনাম, সার্বভৌমত্ব বা অখণ্ডতার উপর কারও হুমকির আঁচ কংগ্রেস আসতে দেবে না ৷

বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য নিন্দাজনক ৷ আর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৷ সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির নেত্রী শোভা করণ্ডলাজে নির্বাচনের কমিশনের কাছে সোনিয়া গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তাঁর দাবি, এই ধরনের কথা বলে সোনিয়া নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন ৷ এই ধরনের বক্তব্য়ের জন্য সোনিয়ার বিরুদ্ধে কমিশনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন তিনি ৷

কর্ণাটকে বিজেপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এই নেত্রী তাই নির্বাচনের কমিশনের কাছে আর্জি জানিয়েছেন, যাতে সোনিয়া গান্ধির বিরুদ্ধে কমিশনের নির্দেশে এফআইআর দায়ের হয় ৷ তবে এই প্রসঙ্গে এখনও কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, এবার কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর লড়াই হচ্ছে ৷ 2018 সালে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি ৷ প্রাথমিকভাবে সরকার গড়তে না পারলেও পরে বিরোধী বিধায়কদের বিদ্রোহের জেরে কংগ্রেস-জেডিএস সরকারের পতন হয় ৷ তখন আবার দক্ষিণ ভারতের ওই রাজ্যে সরকার গড়ে বিজেপি ৷ এবার তারা একক ক্ষমতায় সরকার গড়তে মরিয়া ৷ অন্যদিকে কংগ্রেসও কর্ণাটকের ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ৷

ফলে দু’পক্ষই এক অপরকে নির্বাচনী ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ সেই প্রচেষ্টার একটা উদাহরণ, সোনিয়া গান্ধির নির্বাচন কমিশনে বিজেপির তরফে অভিযোগ দায়েরের বিষয়টি ৷

আরও পড়ুন:বুধবার ভোট, কর্ণাটকের মেগা প্রচার শেষ হচ্ছে দুপুরে

ABOUT THE AUTHOR

...view details