নয়াদিল্লি, 10 নভেম্বর: সেতু ভেঙে দুর্ঘটনার (Gujarat Bridge Collapse) সময় জলে ঝাঁপ দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন মোরবির প্রাক্তন বিধায়ক কান্তিলাল অম্রুত্য ৷ তাঁকে গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Elections 2022) প্রার্থী করল বিজেপি (BJP) ৷ বৃহস্পতিবার ওই ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয় গেরুয়া শিবিরের তরফে ৷ সেই তালিকাতেই নাম রয়েছে কান্তিলালের ৷
কান্তিলাল বিজেপির টিকিটে জিতেই মোরবির বিধায়ক হয়েছিলেন ৷ 2017 সালে তিনি কংগ্রেসের (Congress) প্রার্থী ব্রিজেশ মেরজার কাছে হেরে যান ৷ এদিকে 2020 সালে ব্রিজেশ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ পরে আবার মোরবি থেকে জিতে বিজেপির বিধায়ক হন ৷
কিন্তু এবার আর তাঁকে প্রার্থী করল না বিজেপি ৷ বরং মানুষের প্রাণ বাঁচিয়ে প্রশংসিত হওয়া কান্তিলালের উপরই ভরসা রাখল গেরুয়া শিবির ৷ রাজনৈতিক মহলের মতে, এভাবে মানুষের প্রাণ বাঁচিয়ে স্বাভাবিক ভাবেই হিরো হয়ে গিয়েছেন কান্তিলাল ৷ 30 অক্টোবর সেই দুর্ঘটনার পর থেকেই কান্তিলালের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাই তাঁকে প্রার্থী করলে ওই এলাকায় জয়ের সম্ভাবনা বাড়বে ৷ তাই তাঁর উপর ভরসা রাখল নরেন্দ্র মোদির দল ৷