বেঙ্গালুরু (কর্ণাটক), 11 এপ্রিল: কর্ণাটকে কংগ্রেসের দুই হেভিওয়েটের বিরুদ্ধে দু’জন মন্ত্রীকে প্রার্থী করল বিজেপি ৷ ওই রাজ্যের বরুণাতে বিজেপি প্রার্থী করেছে মন্ত্রী ভি সোমানাকে ৷ তাঁকে লড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ৷ অন্যদিকে আরেক মন্ত্রী আর অশোককে প্রার্থী করা হয়েছে কণকপুর বিধানসভা আসন থেকে ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ওই রাজ্যের সভাপতি ডি কে শিবকুমার ৷
তবে এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর জন্য বিজেপির তরফে আরও দু’টি আসনও বরাদ্দ করা হয়েছে ৷ ভি সোমানা চামরাজনগর ও আর অশোক পদ্মনাভনগর থেকেও ভোটে লড়বেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে ৷ ফলে একদিকে কংগ্রেসের দুই হেভিওয়েটকে ভোটের আগেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিল গেরুয়া শিবির ৷ পাশাপাশি কঠিন সেই লড়াইয়ের দুই সৈনিকের যাতে বিধানসভার যাওয়ার বিকল্প রাস্তা তৈরি থাকে, সেই ব্যবস্থাও করে রেখেছে মোদি-শাহের দল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, চামরাজনগর ও বরুণা দু’টি আসনই চামরাজনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে ৷ দু’টি আসনেই লিঙ্গায়েতদের সংখ্যাধিক্য রয়েছে ৷ দুই আসনেই লিঙ্গায়েত নেতা সোমানার উপর ভরসা রেখেছে বিজেপি ৷ তবে বিজেপির অন্দরের খবর, সোমানা নিজের জন্য ও ছেলের জন্য দু’টিকিট চেয়েছিলেন ৷ বদলে বিজেপি তাঁর নাম দু’টি আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ৷