বেগুসরাই, 22 জুলাই: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো ও প্রকাশ্য়ে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ ৷ এই পরিস্থিতি বিহারেও একটি মেয়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে যে ভিডিয়োটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে উন্মত্ত ব্যক্তিরা মেয়েটির জামাকাপড় ছিঁড়ে দিচ্ছে, মেঝেতে ফেলে মারধর করছে এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে ৷ ভিডিয়োটি সামনে আসার পর পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে ৷ কাউকে রেহাই দেওয়া হবে না ।
আপত্তিকর অবস্থায় এক যুগলকে ধরে স্থানীয়রা: আসলে এই ঘটনাটি বেগুসরাই জেলার তেঘরা থানা এলাকার অন্তর্গত একটি গ্রামের । যে ব্যক্তির সঙ্গে মেয়েটি ধরা পড়েছেন, তিনিও একই গ্রামের বাসিন্দা । তাঁর নাম কিষাণদেব চৌরাসিয়া । তিনি গ্রামে কীর্তন করেন ও হারমোনিয়াম শেখান । দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল ।
বৃহস্পতিবার রাতে গ্রামবাসী দুজনকেই আপত্তিকর অবস্থায় ধরে বেধড়ক মারধর করে । ওই যুগলের উপর প্রায় 50 জন ব্যক্তি ব্যাপক চড়াও হয় ৷ মেয়েটি বারবার ছেড়ে দেওয়ার আবেদন করলেও তাঁকে রেহাই দেওয়া হয়নি ৷ এই সময় মেয়েটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷
আরও পড়ুন:দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ
কী আছে সেই ভিডিয়োতে: ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছে এক মধ্যবয়সী ব্যক্তি । হঠাৎ লোকজনের হুমকির কারণে দু’জনেই পোশাক পরার চেষ্টা করলেও লোকজন তাঁদের পোশাক পরতে দেয়নি । এদিকে, মেয়েটি তাঁদের সামনে ভিক্ষা করতে থাকে ছেড়ে দেওয়ার জন্য ৷ কিন্তু মেয়েটির কাপড় ছিঁড়ে দিতে দেখা যায় ৷
সুযোগ পেয়ে ওই মেয়েটির সঙ্গী ঘর থেকে পালানোর চেষ্টা করলেও লোকজন তাঁকে দরজার কাছ থেকে টেনে ভেতরে ঠেলে দিয়ে মারধর শুরু করে । মেয়েটিকেও মেঝেতে ফেলে মারধর করা হয় । কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এবং অন্যরা ঘরে আসেন ও ক্ষমা চান । সম্ভবত তাঁরা নির্যাতিতা মেয়েটির আত্মীয় ।