পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shocker Incident in Bihar: বেগুসরাইতে যুবতীকে নগ্ন করে মারধর, নীতীশের পদত্যাগের দাবিতে সরব বিজেপি - BJP

Girl stripped naked and beaten up in Begusarai: বিহারের বেগুসরাইয়ে একটি মেয়েকে নগ্ন করে মারধর করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে একটি ভিডিয়ো সামনে আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনীতি ৷ পুলিশ যদিও দ্রুত ব্যবস্থা নেওযার আশ্বাস দিয়েছে ৷ তবে বিজেপি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্য়াগ দাবি করেছে ৷ অন্যদিকে নীতীশের দল জেডিইউ মণিপুর নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছে ৷

Shocker Incident in Bihar
Shocker Incident in Bihar

By

Published : Jul 22, 2023, 4:39 PM IST

Updated : Jul 22, 2023, 5:23 PM IST

বেগুসরাই, 22 জুলাই: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো ও প্রকাশ্য়ে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ ৷ এই পরিস্থিতি বিহারেও একটি মেয়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে যে ভিডিয়োটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে উন্মত্ত ব্যক্তিরা মেয়েটির জামাকাপড় ছিঁড়ে দিচ্ছে, মেঝেতে ফেলে মারধর করছে এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে ৷ ভিডিয়োটি সামনে আসার পর পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে ৷ কাউকে রেহাই দেওয়া হবে না ।

আপত্তিকর অবস্থায় এক যুগলকে ধরে স্থানীয়রা: আসলে এই ঘটনাটি বেগুসরাই জেলার তেঘরা থানা এলাকার অন্তর্গত একটি গ্রামের । যে ব্যক্তির সঙ্গে মেয়েটি ধরা পড়েছেন, তিনিও একই গ্রামের বাসিন্দা । তাঁর নাম কিষাণদেব চৌরাসিয়া । তিনি গ্রামে কীর্তন করেন ও হারমোনিয়াম শেখান । দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল ।

বৃহস্পতিবার রাতে গ্রামবাসী দুজনকেই আপত্তিকর অবস্থায় ধরে বেধড়ক মারধর করে । ওই যুগলের উপর প্রায় 50 জন ব্যক্তি ব্যাপক চড়াও হয় ৷ মেয়েটি বারবার ছেড়ে দেওয়ার আবেদন করলেও তাঁকে রেহাই দেওয়া হয়নি ৷ এই সময় মেয়েটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

আরও পড়ুন:দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ

কী আছে সেই ভিডিয়োতে: ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছে এক মধ্যবয়সী ব্যক্তি । হঠাৎ লোকজনের হুমকির কারণে দু’জনেই পোশাক পরার চেষ্টা করলেও লোকজন তাঁদের পোশাক পরতে দেয়নি । এদিকে, মেয়েটি তাঁদের সামনে ভিক্ষা করতে থাকে ছেড়ে দেওয়ার জন্য ৷ কিন্তু মেয়েটির কাপড় ছিঁড়ে দিতে দেখা যায় ৷

সুযোগ পেয়ে ওই মেয়েটির সঙ্গী ঘর থেকে পালানোর চেষ্টা করলেও লোকজন তাঁকে দরজার কাছ থেকে টেনে ভেতরে ঠেলে দিয়ে মারধর শুরু করে । মেয়েটিকেও মেঝেতে ফেলে মারধর করা হয় । কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এবং অন্যরা ঘরে আসেন ও ক্ষমা চান । সম্ভবত তাঁরা নির্যাতিতা মেয়েটির আত্মীয় ।

এই ঘটনায় পুলিশের বক্তব্য: বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার জানিয়েছেন যে বিষয়টি তাঁরা খুব গুরুত্ব সহকারে দেখছেন । নির্যাতিতা বর্তমানে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েছেন । ভিডিয়োতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের শনাক্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন:অস্ত্র নিয়ে গ্রামে হামলা, বাড়িতে অগ্নিসংযোগ, মহিলাদের গণধর্ষণ; এমনই অভিযোগ এফআইআরে

বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে: এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ রামকৃপাল যাদব বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছেন । তিনি অভিযোগ করেন, বিহারে প্রতিদিনই খুন, ডাকাতি এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী নীরব । বিহারের পরিস্থিতি স্থিতিশীল নয় । অন্যদিকে বিহার বিধানসভার বিরোধী দলনেতা বিজয় সিনহাও সরকারকে আক্রমণ করেছেন । তাঁর কথায়, "বিহার, বাংলা ও কেরালায় নারীদের বস্ত্রহীন করার খেলাটি দুঃখজনক । যেভাবে নারীদের পোশাক খুলে পরিবেশ দূষিত করা হচ্ছে, তাতে সরকারের কথা বলা উচিত । এই সরকার ক্ষমতা ও চেয়ারের জন্য শাসনব্যবস্থাকে নৈরাজ্যের শিকার করেছে ৷

অন্যদিকে, বেগুসরাইয়ের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং টুইট করে বিহার সরকারকে নিশানা করেছেন । তিনি লিখেছেন, ‘‘কার কাছ থেকে ন্যায়বিচার আশা করবেন, যখন বিহারে চেয়ারের জন্য আইনশৃঙ্খলা বিসর্জন দেওয়া হয়েছে ।’’

আরও পড়ুন:'ইন্টারনেট চালু হলে এরকম আরও ঘটনা সামনে আসবে', বিস্ফোরক মণিপুরের সাংসদ

বিহারের শাসক দলের বক্তব্য: অন্যদিকে জেডিইউ সভাপতি লালন সিং এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করেছেন৷ তাঁর দাবি, ‘‘বিহারে আইনের শাসন রয়েছে । এই কারণে 24 ঘণ্টার মধ্যেই ধরা পড়ে অভিযুক্তরা । আমরা সময়মতো আইন মেনে চলি, এর উদাহরণ হল বেগুসরাইয়ের ঘটনা ৷ কিন্তু মণিপুরে অভিযুক্তরা 80 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় কোনও বিবৃতি দেননি ।’’

Last Updated : Jul 22, 2023, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details