দিল্লি, 15 ডিসেম্বর : বাংলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি । রাজধানীতে বিজেপির একটি প্রতিনিধিদল আজ নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন । বৈঠকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা ।
এই বিষয়ে বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত বলেন, "আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট) প্রয়োগ করা উচিত। 17 ডিসেম্বর উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যে আসছেন । নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা যে অভিযোগগুলি জানিয়েছি, তা খতিয়ে দেখা হবে । নির্বাচনের সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয়, তাও নিশ্চিত করবে । আমরা খুশি যে নির্বাচন কমিশন রাজ্যের সমস্যা সম্পর্কে সচেতন ।”
আরও পড়ুন : শিরাকলে নাড্ডার কনভয়ে হামলা, কৈলাস বিজয়বর্গীয়-র গাড়ি ভাঙচুর