নয়াদিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার সংসদীয় বৈঠকে নেতাদের সাবধান করলেন মোদি ৷ আশানুরূপ পরিবর্তন না দেখতে পেলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি ৷ বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (BJP honoured PM Modi at Parliamentary Party meeting) ৷ তার জন্য মঙ্গলবার সংসদীয় বৈঠকে মোদিকে সম্মাননা জানাল বিজেপি ৷ গত মাসেই কেন্দ্র বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বরকে 'জনজাতি গৌরব দিবস' ঘোষণা করেছে ৷
বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি আগামী 14 ডিসেম্বর উত্তরপ্রদেশের কাশীতে দলীয় জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিদের বৈঠকে ডাকবেন ৷ সূত্রের খবর, এদিন বৈঠকে দলের সাংসদদেরও সাবধান করেছেন মোদি ৷ প্রয়োজনে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন ৷