পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress alleged to BJP: বিজেপি নিজেদের নিয়ে বেশি চিন্তিত, অভিযোগ অ্যান্টনির - ইন্দিরা ভবনে আয়োজিত রাজীব স্মরণ অনুষ্ঠানে

কংগ্রেসের অভিযোগ, রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন দলের স্বার্থের আগে দেশের স্বার্থকে রেখেছিলেন ৷ বর্তমানে বিজেপি দেশের চেয়ে নিজেদের সম্পর্কে বেশি চিন্তিত ৷

Etv Bharat
এ কে অ্যান্টনি

By

Published : May 21, 2023, 5:02 PM IST

তিরুবনন্তপুরম, 21 মে:রাজীব গান্ধির মৃত্যু বার্ষিকীতেও চরমে উঠল রাজনৈতিক কোন্দল ৷ রবিবার কেরলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির মৃত্যু বার্ষিকীতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ সেই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি অভিযোগ করেন, কেন্দ্রের বর্তমান শাসক দল দেশের চেয়ে নিজেদের সম্পর্কে বেশি উদ্বিগ্ন ৷ রাজীব গান্ধির আদর্শের সঙ্গে যা চূড়ান্ত বিপরীত অবস্থানে রয়েছে ৷ সেই সঙ্গে, কংগ্রেসের মনোভাব স্পষ্ট করতে গিয়ে অ্যান্টনি জানান, রাজীব গান্ধির কাছে জাতি সবার আগে ছিল।

ইন্দিরা ভবনে আয়োজিত রাজীব স্মরণ অনুষ্ঠানে এসে অ্যান্টনি অভিযোগ করেন, "যখন তিনি (রাজীব গান্ধি) প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি দলের স্বার্থের আগে দেশের স্বার্থকে প্রথমে রেখেছিলেন ৷ তবে বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় থাকা দল বিজেপি জাতির চেয়ে নিজেদের সম্পর্কে বেশি চিন্তিত ৷" সেই সঙ্গেই প্রবীণ কংগ্রেস নেতা অভিযোগ করেন, "দেশ জ্বলে উঠলে, সাম্প্রদায়িক হিংসা বা অন্য কোনও ধরণের অশান্তি হলে তাদের উদ্বিগ্ন দেখায় না। তারা কেবল ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্যই উদ্বিগ্ন ৷"

তিনি এদিন দাবি করেছেন, রাজীব গান্ধি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি সেই রাজ্যগুলিতে কংগ্রেস ক্ষমতার মূল্য চুকিয়ে পঞ্জাব, অসম এবং মিজোরামে শান্তি নিশ্চিত করেছিলেন। অ্যান্টনির আরও দাবি, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী দেশে নারীর ক্ষমতায়নের পক্ষে জোড়ালভাবে ছিলেন । এদিন অ্যান্টনি বলেন, "প্রধানমন্ত্রী হিসাবে তাঁর সিদ্ধান্তগুলি দলিত এবং আদিবাসীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্যও ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল।"

অ্যান্টনির দাবি, রাজীবের জীবনকে সংক্ষিপ্ত না-করা হলে, এবং তিনি প্রধানমন্ত্রী পদে আরও একবার বসলে, দেশের চেহারা আরও বদলে যেত। কেরল প্রদেশ কংগ্রেস কমিটি (কেপিসিসি)-র অন্যতম নেতা সাংসদ কে সুধাকরণ, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, অভিযোগ করেন, তৎকালীন ক্ষমতায় থাকা সরকার রাজীব গান্ধির প্রাণনাশের হুমকির বিষয়ে সচেতন থাকা সত্ত্বেও তাঁর এসপিজি সুরক্ষা সরিয়ে দেওয়া হয়েছিল। সুধাকরণ বলেন, "বর্তমান সরকার সোনিয়া গান্ধি, তাঁর ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কার এসপিজি সুরক্ষা সরিয়ে দিয়েছে। যদি কারও এসপিজি সুরক্ষার প্রয়োজন থাকে তবে বিজেপির। তাঁদের এসপিজি সুরক্ষা অপসারণের পিছনের কারণটি কেবল অনুমান করা যায় ৷"

আরও পড়ুন:'রাজনীতি-অর্থনীতি নয়, ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের', হিরোশিমায় বললেন মোদি

ABOUT THE AUTHOR

...view details