পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনুন্নত শ্রেণির উন্নয়নে জোর, উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েতে জয়ে বার্তা অমিতের

বাংলায় হারের পর উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয় হল বিজেপির ৷ কিছুটা হলেও স্বস্তিতে গেরুয়া শিবির ৷ আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের মন জয়ের পরিকল্পনা বিজেপি নেতা অমিত শাহের ৷

অমিত শাহ
অমিত শাহ

By

Published : Jul 4, 2021, 12:41 PM IST

নয়া দিল্লি, 4 জুলাই : বাংলায় বিধানসভা নির্বাচনে হারে ধাক্কা খেলেও সামনের বছর বিজেপির লক্ষ্য যোগী রাজ্য উত্তরপ্রদেশ আর চার মাসে তিন বার মুখ্যমন্ত্রীর বদল হওয়া উত্তরাখণ্ড ৷ এর মধ্যে উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত নির্বাচনে 75টি আসনের মধ্যে 67টিতে জয়ী বিজেপি ৷ পশ্চিমবঙ্গে হারের ক্ষতে কিছুটা হলেও মলম লাগিয়েছে এই বিপুল জয় ৷ এই জয়কে হাতিয়ার করে আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষের মন জয়ের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

আরও পড়ুন : তিরথের ইস্তফাকে সামনে রেখে জোড়া রাজনৈতিক লাভের আশায় বিজেপি

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং আর কর্মী-সমর্থকদের এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার এবার নতুন পরিকল্পনা নিয়েছে ৷ রাজ্যের কৃষক, গরিব, দুঃস্থ শ্রেণির মানুষদের চাহিদা পূরণ করে উন্নয়ন করা লক্ষ্য সরকারের ৷"

শনিবার প্রধানমন্ত্রীও এই জয়কে নজিরবিহীন বলে জানান ৷ মানুষ চাকরি, রাজ্য়ে আইনি পরিস্থিতির উন্নতির জন্য আশীর্বাদস্বরূপ ভোট দিয়েছে বলে মনে করেন তিনি ৷ এই কৃতিত্বের অধিকারী যোগী আদিত্যনাথ আর দলীয় কর্মীদের পরিশ্রম বলেও উল্লেখ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details