কলকাতা, 21 সেপ্টেম্বর : এই মুহূর্তে ভবানীপুর উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ কারণ এই কেন্দ্র থেকেই প্রেস্টিজ ফাইটে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷
তবে এবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নির্বাচন কমিশন ও কালীঘাট থানায় অভিযোগ জানাল বিজেপি ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ অভিযোগ জানিয়ে লেখেন, তৃণমূল আমাদের দলীয় প্রার্থীর প্রচারে বাধা সৃষ্টি করছে ৷ আজ আমাদের প্রার্থী ভবানীপুরের 73 নং ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় প্রচারে গেলে তাঁকে বাধা দেওয়া হয় ৷ ক্ষমতার জোরে তাঁরা এলাকার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন ৷ যেহেতু সেটি কালীঘাট থানার অন্তর্গত তাই আমরা অভিযোগ জানিয়েছি ৷ একইভাবে 71 নং ওয়ার্ডে প্রচারে ক্ষেত্রেও বিজেপি প্রার্থীকে বাধা দিচ্ছে তৃণমূল ৷