নয়াদিল্লি, 10 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP Cheif JP Nadda tests positive for COVID) ৷ সোমবার টুইট করে তিনি নিজেই জানালেন ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে দেশ ৷ গত 24 ঘণ্টায় দেশে ভাইরাসে আক্রান্ত প্রায় 1 লক্ষ 80 হাজার মানুষ ৷ বিকেলে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ৷ কয়েকঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ আপাতত রয়েছেন আইসোলেশনে ৷
এদিন টুইটে জেপি নাড্ডা লেখেন, "লক্ষণ দেখা দেওয়ার আমি কোভিড পরীক্ষা করিয়েছি ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এখন যদিও সুস্থবোধ করছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি ৷" একইসঙ্গে গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷