পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP Challenges Kejriwal: লাই ডিটেক্টর টেস্টে বসে সততার প্রমাণ দিন, কেজরিকে চ্যালেঞ্জ বিজেপির - দিল্লির আবগারি নীতি

লাই ডিটেক্টর টেস্টে (Lie detector test) বসে সততার প্রমাণ দিন ৷ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি ৷ দিল্লির আবগারি নীতি নিয়ে এ দিন ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (BJP Challenges Kejriwal)৷

BJP challenges CM Arvind Kejriwal to undergo lie detector test
লাই ডিটেক্টর টেস্টে বসে সততার প্রমাণ দিন, কেজরিকে চ্যালেঞ্জ বিজেপির

By

Published : Nov 13, 2022, 4:13 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: দিল্লির আবগারি নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ফের তীব্র ভাষায় আক্রমণ করল বিজেপি ৷ জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের দাবি মেনে লাই ডিটেক্টর টেস্টের (Lie detector test) সম্মুখীন হয়ে কেজরিওয়ালকে তাঁর "সততা"র প্রমাণ দিতে বলেছে গেরুয়া শিবির (BJP Challenges Kejriwal)৷

নয়াদিল্লিতে রবিবার একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ওই কেলেঙ্কারি নিয়ে কেজরিওয়ালকে নিশানা করে বলেন যে, গত আট বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী একটি 'লুটেরা' চলচ্চিত্রের পরিচালনা করছেন ৷ 2013 সালের রণবীর সিং-এর ফিল্ম লুটেরার উল্লেখ করে এ কথা বলেন পুনাওয়ালা ৷ বিজেপি টুইটারে একটি পোস্টারও শেয়ার করেছে, যেখানে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে 'লুটেরা' হিসাবে দেখানো হয়েছে ৷

কেজরিওয়াল বলেছিলেন যে, চন্দ্রশেখরকে দলের জাতীয় সভাপতি করা উচিত বিজেপির কারণ তিনি দলের মতো একই ভাষায় কথা বলছেন । দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের একদিন পরই পুনাওয়ালা কেজরিওয়ালকে একহাত নিলেন ৷ বিজেপি নেতা বলেন, "একটি লাইভ টেলিকাস্টে তাঁর মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং কৈলাশ গেহলটের সঙ্গে লাই ডিটেক্টর টেস্ট করে চন্দ্রশেখরের দাবিগুলিকে ভুল প্রমাণ করার একটি ভালো সুযোগ এসেছে কেজরিওয়ালের জন্য ৷" চন্দ্রশেখর এলজিকে চিঠি লিখে আপ নেতাদের বিরুদ্ধে তোলাজির বিভিন্ন অভিযোগ আনেন ৷ তিনি কেজরিওয়াল এবং তাঁর মন্ত্রীদের সঙ্গে লাই ডিটেক্টর টেস্টের জন্য প্রস্তুত বলেও জানান চন্দ্রশেখর ৷

আরও পড়ুন:আপের সৎ রাজনীতি হজম করতে পারছে না বিজেপি: কেজরি

পুনাওয়ালা এ বিষয়ে বলেছেন, কেজরিওয়াল লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে তাঁর সততা প্রমাণ করতে পারেন, তবে তিনি তা করবেন না । তিনি "মদ কেলেঙ্কারি"-র এফআইআর বাতিলের জন্য আদালতে যেতে পারতেন কিন্তু তিনি তাও করেননি ৷ পুনাওয়ালার কথায়, "কেজরিওয়াল পরিচালিত লুটেরা ছবির কাস্টে মনীশ সিসোদিয়া রয়েছেন, যিনি মদ কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত ৷" কেজরিওয়াল সরকারের এখন বাতিল করা আবগারি নীতি 2021-22 রাষ্ট্রীয় কোষাগারে 1800 কোটি টাকার ক্ষতি করেছে বলে দাবি করেন পুনাওয়ালা । কেন তিনি আবগারি নীতি 2021-22 প্রত্যাহার করেছেন, কেজরিওয়াল তা জনগণকে বলতেও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details