দিল্লি ও কলকাতা, 16 জানুয়ারি : নজরে আসন্ন বিধানসভা ভোট । বঙ্গের মসনদে কি পদ্ম ফুটবে ? মোদি-শাহের অধরা বঙ্গ বিজয় সফল হবে কি না সময়-ই তার উত্তর দেবে ৷ আপাতত, রাজ্যে তৃণমূল থেকে যেন 'বেনোজল' দলে ঢুকে পড়তে না পারে সেজন্য বাঁধ দিলেন অমিত শাহ ৷ গতকাল বিজেপির রাজ্য নেতৃত্বকে অমিত শাহ এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর ।
আর কয়েকমাস পরই রাজ্য বিধানসভা নির্বাচন । তাই পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যেমন রাজ্য সফরে আসছেন । তেমনই অমিত শাহও সমস্ত কিছু নজরে রাখছেন । প্রয়োজনমতো রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিচ্ছেন । বৃহস্পতিবারও রাজ্য নেতারা জানতেন না তাঁদের দিল্লি যাওয়ার কথা ৷ হঠাৎ শাহের তলব পেয়ে তড়িঘড়ি দিল্লির উদ্দেশে পাড়ি জমাতে হয় দিলীপ-মুকুল-কৈলাসদের ৷
তৃণমূল থেকে আসলেই বিজেপি তাঁকে গ্রহণ করবে, এমন একটা হাওয়া রাজ্য-রাজনীতিতে উঠেছে ৷ এই প্রবণতাকে কটাক্ষ করে অধীর-বিমানরা বিজেপিকে তৃণমূলের বি-টিম বলেছেন ৷ দলে ভাঙন নিয়ে সন্ত্রস্ত তৃণমূলের শীর্ষ নেতারাও প্রশ্ন তুলতে ছাড়েননি ৷ এতদিন দলের খেয়ে পরে আজ কোন শুদ্ধিকরণের জন্য তাঁরা বিজেপিতে পা বাড়াচ্ছেন ? বিরোধীদের মন্তব্য, টিপ্পনি নিয়ে না ভাবলেও চলে ৷ কিন্তু দলের মধ্যেই যখন প্রশ্ন উঠতে শুরু করে, তৃণমূলের বোনোজল ঢুকিয়ে দলেরই ক্ষতি হচ্ছে না তো ? দলের একটা অংশ তৃণমূল নেতাদের বাছবিচার না করে দলে নেওয়ার ঘোর বিরোধী ৷ বিজেপি-র নেতাদের বক্তব্য ছিল, এতদিন যাদের হুমকি, অত্য়াচার সহ্য় করে বিজেপি করে গিয়েছি আজ তাঁরা দলে এসে মাথায় ছড়ি ঘোরোবে তা কি করে সহ্য করা যাবে ? দলের মধ্যে এই নিয়ে আদি-নব্য বিরোধ লোকসভা ভোটের আগে থেকেই ৷ বিশেষ করে বিজেপিতে তৃণমূলের বেনোজন যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিজেদের মত স্পষ্ট করেছেন সংঘ নেতারা ৷ সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় প্রান্ত প্রচারক প্রদীপ যোশি এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আগেই বার্তা পাঠিয়েছেন ৷ লোকসভা ভোটের আগে মণিরুলকে দলে নেওয়া নিয়ে বিজেপির আদি-নব্য অসন্তোষ সামনে এসে পড়ে ৷ মণিরুলের মতো নেতাদের দলে নিয়ে আরএসএস নেতৃত্ব তাদের ক্ষোভ প্রকাশ করেছিল ৷ তখনও সাততাড়াতাড়ি দলের মধ্যে এই বিভেদ কাটাতে হাল ধরতে হয় অমিত শাহকে ৷ তারপর থেকে মণিরুল দলে থেকেও অন্তরালেই থাকছেন বেশি ৷ এবারও রাজ্য নেতাদের ডেকে আগেভাগে সতর্ক করে দিলেন অমিত শাহ ৷ শুধু তাই নয়, বিজেপি সূত্রের খবর অনুযাযী, তৃণমূলের কোন নেতাকে দল গ্রহণ করবে আর কাকে গ্রহণ করবে না সে বিষয়েও গাইডলাইন দিলেন শাহ ৷