নয়াদিল্লি, 6 নভেম্বর: দেশের 6 রাজ্যের 7 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফুটল পদ্ম ৷ 7 আসনের মধ্যে 4টিতে জয় পেয়েছে বিজেপি (BJP bags 4 seats in Assembly Bypolls)৷ তেলেঙ্গানার মুনুগোডে আসনে জিতেছে টিআরএস ৷ মহারাষ্ট্রের অন্ধেরী পূর্ব আসনে জয়ী হয়েছে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী ৷ বিহারের মোকামা আসনে জয়ী হয়েছে আরজেডি (Assembly Bypolls) ৷
এই উপনির্বাচনে উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ, হরিয়ানার আদমপুর, ওড়িশার ধামনগর ও বিহারের গোপালগঞ্জে জিতেছেন বিজেপি প্রার্থীরা ৷ তবে তেলেঙ্গানায় ধাক্কা খেয়েছে বিজেপি ৷ আগামী বছর এরাজ্যে বিধানসভা ভোট ৷ তার আগে এখানকার মুনুগোডে আসনে টিআরএস (TRS) প্রার্থী কুসুকুন্তলা প্রভাকর রেড্ডির কাছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী কোমাটিরেড্ডি রাজগোপাল রেড্ডি ৷ 10 হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন টিআরএস প্রার্থী ৷