পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিষদীয় দলনেতা ঠিক করতে রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি - বিজেপি

BJP appoints central observers: রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে পরিষদীয় দলনেতা ঠিক করার জন্য তিন রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি ৷ কাদের পর্যবেক্ষক করা হয়েছে, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

BJP appoints central observers
কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি

By PTI

Published : Dec 8, 2023, 2:21 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর:রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি ৷ এই তিন রাজ্যে দলের পরিষদীয় নেতা নির্বাচনের জন্য যে যে বৈঠক হবে, তার উপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিং, মনোহর লাল খট্টর এবং অর্জুন মুন্ডাকে ৷ এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কারা হচ্ছেন, তা নিয়ে এখনও সাসপেন্স অব্যাহত রেখেছে বিজেপি ৷

বিজেপির পরিষদীয় দলের নেতারা নির্বাচিত হয়ে গেলে, তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথ নেবেন ৷ সাম্প্রতিক নির্বাচনে বিজেপি মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে, কংগ্রেসের কাছ থেকে কেড়ে নিয়েছে রাজস্থান এবং ছত্তিশগড় ৷

তিনটি হিন্দি রাজ্যে মুখ্যমন্ত্রী প্রার্থী বাছাই করার জন্য দলের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা এখনও চলছে ৷ আগামী বছরের লোকসভা নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তা বিবেচনা করে নাম চূড়ান্ত করতে একটু সময় নিচ্ছে গেরুয়া শিবির । অন্যদিকে, কংগ্রেসের প্রশ্ন, বিজেপি তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করতে আর কতক্ষণ বিলম্ব করবে !

এর মধ্যে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, যিনি মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সামনের সারিতে রয়েছেন, আজ তিনি দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন । সূত্র জানিয়েছে যে, রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের জন্য অন্য প্রার্থীরা হলেন মাহাত বালক নাথ, দিয়া কুমারী এবং রাজ্যবর্ধন সিং রাঠোর । সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 25 নভেম্বরের একক পর্বের ভোটে বিজেপি 199টি আসনের মধ্যে 115টি আসন জিতেছে ।

গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন । দুই নেতার মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি । তবে, বিজেপির কিছু নেতা বলেছেন যে, চলমান সংসদ অধিবেশনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঠিক করতে আরও কিছু সময় লাগবে । দুই থেকে তিন দিনের মধ্যে, হিন্দি বলয়ের রাজ্যগুলিতে বিজেপির মুখ্যমন্ত্রীদের বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে সূত্র ৷

আরও পড়ুন:

  1. বসুন্ধরা-শিবরাজ-রমন! তিন রাজ্যের মুখ্যমন্ত্রী-তরজা বহাল, মোদি-শাহের সিদ্ধান্ত ঘিরে টানটান রহস্য
  2. হাসপাতালে চিকিৎসাধীন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর , আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী মোদি
  3. মুখ্যমন্ত্রী কে ? ধোঁয়াশার মাঝে বসুন্ধরা রাজের বাড়িতে হাজির বিজেপি বিধায়কদের একাংশ

ABOUT THE AUTHOR

...view details