নয়াদিল্লি, 17 অগস্ট: আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি বৃহস্পতিবার ছত্তিশগড়ের 21 জন এবং মধ্যপ্রদেশের জন্য 39 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে ৷ এর মধ্যে উভয় রাজ্যের প্রার্থীদের মধ্যে পাঁচ জন মহিলা প্রার্থী রয়েছেন ৷
বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থীদের নামগুলি চূড়ান্ত হয় ৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং অমিত শাহ-সহ বিজেপির অন্যান্য নেতারাও সেই বৈঠকে হাজির ছিলেন ৷ ছত্তিশগড়ে পাটান থেকে লোকসভার সাংসদ বিজয় বাঘেল, প্রেমনগর থেকে ভুলন সিং মারাভি, ভাতগাঁও থেকে লক্ষ্মী রাজওয়াড়ে, প্রতাপপুর (এসটি) থেকে শকুন্তলা সিং পোর্থে, সরলা কোসারিয়া (এসসি) থেকে সরলা কোসারিয়া, খল্লারি থেকে অলকা চন্দ্রকার, গীতা ঘাসীকে বিজেপি প্রার্থী করেছে । খুজ্জি থেকে সাহু এবং বস্তার (এসটি) থেকে মণিরাম কাশ্যপকে প্রার্থী করা হয়েছে ৷
অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি সবলগড় থেকে সরলা বিজেন্দ্র রাওয়াত, চাচাওড়া থেকে প্রিয়াঙ্কা মীনা, ছাতারপুর থেকে ললিতা যাদব, জব্বলপুর পূর্ব (এসসি) থেকে আঁচল সোনকার, পেটলাওয়াদ থেকে নির্মলা ভূরিয়া, ঝাবুয়া (এসটি) থেকে ভানু ভূরিয়া, ভোপাল থেকে অলোক শর্মাকে প্রার্থী করেছে । উত্তর এবং ভোপাল মধ্য থেকে ধ্রুব নারায়ণ সিংকে প্রার্থী করা হয়েছে ৷