স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি:স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি পৌরনিগম বা এমসিডি (MCD) এর ভবন সিভিক সেন্টার ৷ বিজেপি ও আপ কাউন্সিলরদের হাতাহাতি এদিন একসময়ে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় পৌরভবন ৷ এমনকি প্রতিপক্ষ মহিলা কাউন্সিলরাও একে অপরের চুলের মুঠি ধরে মারেন বলে অভিযোগ ৷ আপের অভিযোগ, এদিন তাঁদের মহিলা কাউন্সিলরদের উপর চড়াও হন বিজেপি'র পুরুষ কাউন্সিলররা (Fight in MCD) ৷
উল্লেখ, দিল্লির পৌরভোট ও তার ফল প্রকাশ কয়েক সপ্তাহ আগে হয়ে গেলেও, আপ ও বিজেপি'র দ্বন্দ্বে দীর্ঘদিন আটকে ছিল মেয়র নির্বাচন ৷ আদালতের নির্দেশে উত্তেজক পরিস্থিতির মধ্যে 2 দিন আগে দিল্লির নয়া মেয়র নির্বাচিত হন আপের শেলি ওবেরয় ৷ কিন্তু তারপরেও গত 2 দিন ধরে বারবার উত্তেজনা ছড়িয়েঠে দিল্লির পৌর অধিবেশ চলাকালীন ৷ অধিবেশন কক্ষের মধ্যেই বিবাদ, হাতাহাতি হয়েছে দুই পক্ষের জনপ্রতিনিধিদের মধ্যে ৷
আরও পড়ুন: মেঘালয়ের ভোট প্রচারেও পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মোদি, পদ্ম ফোটা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী
শুক্রবার ছিল দিল্লি পৌরনিগমের স্ট্যান্ডিং কমিটির জন্য 6 সদস্যের নির্বাচন প্রক্রিয়া ৷ এই ভোটকে কেন্দ্র করে এদিন সিভিক সেন্টারের ভিতরে জটিল পরিস্থিতির তৈরি হয় ৷ আহত হন দু'পক্ষের একাধিক কাউন্সিলর ৷ জানা গিয়েছে এদিন ভোট গণনার পর সন্ধ্যে 7টা নাগাদ ফের গণনার দাবিতে সরব হন বিজেপি কাউন্সিলররা ৷ বিক্ষোভ দেখাতে দেখাতেই তাঁরা মেয়রের আসনের কাছে চলে যান বলে অভিযোগ ৷ হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তারক্ষীদের ৷ কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷ চেয়ার সরিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতি শুরু করে দেন আপ ও বিজেপি কাউন্সিলররা ৷ ঘটনায় আহত হয়ে এক কাউন্সিলর অজ্ঞান হয়ে পড়ে যান বলেও খবর ৷ 250 জন সদস্যের মধ্যে এদিন ভোট দেন 242 জন ৷ অনুপস্থিত ছিলেন কংগ্রেসের 8 কাউন্সিলর ৷