দিল্লি, 26 ডিসেম্বর : কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এবার কৃষকদের পাশে দাঁড়াল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) । কৃষক আন্দোলনের সমর্থনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের হনুমান বেনিওয়ালের আরএলপি ।
রাজস্থানের আলোয়াড় জেলার শাহজাহানপুর-খেদা সীমান্তে বিক্ষোভকারীদের উদ্দেশে আরএলপি নেতা হনুমান বেনিওয়াল বলেন, "এনডিএ জোট থেকে সরে দাঁড়াচ্ছি । আজ আমি এনডিএ থেকে নিজেকে আলাদা করছি । যারা কৃষকদের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে থাকতে পারব না ।" নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং দিল্লি পর্যন্ত পদযাত্রার কর্মসূচিরও ঘোষণা করেন তিনি ।
কৃষকদের সমর্থনে রাজস্থানে বিজেপি-র জোট সঙ্গী, এনডিএ-র শরিক দল আরএলপি আজ বেরিয়ে এল গেরুয়া শিবির ছেড়ে । এর আগে পঞ্জাবের শিরোমনি অকালি দলও এনডিএ জোট ছেড়েছে ।