নয়াদিল্লি, 03 ডিসেম্বর: বাদলের শাস্তি (Opposition MPs Suspended) কেন শীতে, তা নিয়ে সংসদে বিক্ষোভ দেখিয়ে চলেছেন বিরোধীরা (Ruckus in Parliament)। তার মধ্যেই সংসদে এবার পাল্টা বিক্ষোভে নামলেন বিজেপি সাংসদরা । বিরোধী দলের সাংসদদের ‘অভব্য আচরণ’ নিয়ে সংসদের বাইরে প্রতিবাদে নামলেন তাঁরা ৷
সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয় (Winter Session in Parliament) ৷ কিন্তু সেখানে অগাস্ট মাসে বিমা সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে আনে কেন্দ্র, যেখানে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী সাংসদরা ৷
আরও পড়ুন:Ghulam Nabi Azad on Congress: ‘300 আসনের ধারেকাছেও দেখছি না দলকে’, কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন গোলাম নবি
বাদল অধিবেশনের ওই প্রসঙ্গ টেনে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই একসঙ্গে রাজ্যসভার 12 জন সাংসদকে সাসপেন্ড করে কেন্দ্র ৷ এর মধ্যে কংগ্রেসের 6, তৃণমূলের 2, শিবসেনার 2, সিপিআই এবং সিপিএমের 1 জন করে সাংসদ রয়েছেন ৷ তা নিয়েই লাগাতার বিক্ষোভ চলছে ৷
বাদলের শাস্তি কেন শীতে, তা নিয়ে প্রশ্ন তুলে সংসদের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধি-সহ (Rahul Gandhi) বিরোধী পক্ষের সাংসদরা ৷ এবার তাঁদের বিরুদ্ধেই সংসদভবন চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংসদ চলতে না দেওয়ার অভিযোগ নিয়ে সরব হল বিজেপি ৷
আরও পড়ুন:BJP MPs-Prime Minister Meeting : দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের
আগামী 23 ডিসেম্বরে শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে ৷ কিন্তু যদিও বিরোধীদের দাবি, আসলে বিরোধীদের বাদ দিয়ে সংসদ চালাতে চাইছে কেন্দ্র ৷ তাই বাদলের শাস্তি দেওয়া হচ্ছে শীতে ৷