পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 3, 2021, 2:08 PM IST

ETV Bharat / bharat

Ruckus in Parliament: বিরোধীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে সংসদের বাইরে বিক্ষোভ বিজেপি সাংসদদের

বাদলের শাস্তি (Opposition MPs Suspended) কেন শীতে, তা নিয়ে সংসদে বিক্ষোভ করে চলেছেন বিরোধীরা (Ruckus in Parliament)। তার মধ্যেই এবার পাল্টা বিক্ষোভে নামলেন বিজেপি সাংসদরা ।

BJP alleges opposition over unruly behaviour amid ruckus in parliament
সংসদের অধিবেশন ঘিরে বিক্ষোভ ।

নয়াদিল্লি, 03 ডিসেম্বর: বাদলের শাস্তি (Opposition MPs Suspended) কেন শীতে, তা নিয়ে সংসদে বিক্ষোভ দেখিয়ে চলেছেন বিরোধীরা (Ruckus in Parliament)। তার মধ্যেই সংসদে এবার পাল্টা বিক্ষোভে নামলেন বিজেপি সাংসদরা । বিরোধী দলের সাংসদদের ‘অভব্য আচরণ’ নিয়ে সংসদের বাইরে প্রতিবাদে নামলেন তাঁরা ৷

সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয় (Winter Session in Parliament) ৷ কিন্তু সেখানে অগাস্ট মাসে বিমা সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে আনে কেন্দ্র, যেখানে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন:Ghulam Nabi Azad on Congress: ‘300 আসনের ধারেকাছেও দেখছি না দলকে’, কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন গোলাম নবি

বাদল অধিবেশনের ওই প্রসঙ্গ টেনে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই একসঙ্গে রাজ্যসভার 12 জন সাংসদকে সাসপেন্ড করে কেন্দ্র ৷ এর মধ্যে কংগ্রেসের 6, তৃণমূলের 2, শিবসেনার 2, সিপিআই এবং সিপিএমের 1 জন করে সাংসদ রয়েছেন ৷ তা নিয়েই লাগাতার বিক্ষোভ চলছে ৷

বাদলের শাস্তি কেন শীতে, তা নিয়ে প্রশ্ন তুলে সংসদের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধি-সহ (Rahul Gandhi) বিরোধী পক্ষের সাংসদরা ৷ এবার তাঁদের বিরুদ্ধেই সংসদভবন চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংসদ চলতে না দেওয়ার অভিযোগ নিয়ে সরব হল বিজেপি ৷

আরও পড়ুন:BJP MPs-Prime Minister Meeting : দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের

আগামী 23 ডিসেম্বরে শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে ৷ কিন্তু যদিও বিরোধীদের দাবি, আসলে বিরোধীদের বাদ দিয়ে সংসদ চালাতে চাইছে কেন্দ্র ৷ তাই বাদলের শাস্তি দেওয়া হচ্ছে শীতে ৷

ABOUT THE AUTHOR

...view details