আগরতলা, 10 মে: সোমবার ত্রিপুরার শান্তিরবাজার এলাকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম বিধায়কদের উপর হামলার ঘটনা ঘটল ৷ অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ তাদের দাবি, এই বিক্ষোভ আসলে সিপিএমের পুরোনো কর্মী-সমর্থকরাই দেখিয়েছেন ৷
এদিন মানিক সরকার ও বাদল চৌধুরী-সহ দলীয় বিধায়করা দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷ এই দলীয় কর্মীরা সম্প্রতি দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন ৷ তাঁদের সঙ্গেই দেখা করতে যাওয়ার সময় শান্তিরবাজার এলাকায় একই রকম দুষ্কৃতী হামলার মুখে পড়েন দলীয় নেতারাও ৷
মানিক সরকার জানান, এদিন শান্তিরবাজার এলাকায় পৌঁছতেই তাঁরা লক্ষ্য করেন বহু সংখ্যক মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে আছেন ৷ তাঁরা একত্রে স্লোগান দিচ্ছিলেন ৷ তাঁদের এলাকা থেকে চলে যেতে বলছিলেন ৷ মানিকবাবু বলেন, "শান্তিরবাজার থানার ওসি আমাদের ফিরে যেতে বলেন ৷ আমি বিক্ষোভরতদের পুলিশকে আক্রমণ করতে বারণ করলে তাঁরা পাথর, ইট, ডিম, জলের বোতল ছুড়তে শুরু করেন ৷"