পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ত্রিপুরায় মানিক সরকারের উপর হামলা, অভিযোগ বিজেপির দিকে

সোমবার ত্রিপুরার শান্তিরবাজার এলাকায় মানিক সরকারের উপর হামলার ঘটনা ঘটল ৷ তাঁর সঙ্গে দলের আরও কয়েকজন বিধায়ক ছিলেন ৷ তাঁরা বিরোধীদের হাতে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷ তাপ আগেই নিজেরাই আক্রান্ত হলেন ৷ গোটা ঘটনায় সিপিএমের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ৷

মানিক সরকার
মানিক সরকার

By

Published : May 10, 2021, 10:22 PM IST

আগরতলা, 10 মে: সোমবার ত্রিপুরার শান্তিরবাজার এলাকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম বিধায়কদের উপর হামলার ঘটনা ঘটল ৷ অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ তাদের দাবি, এই বিক্ষোভ আসলে সিপিএমের পুরোনো কর্মী-সমর্থকরাই দেখিয়েছেন ৷

এদিন মানিক সরকার ও বাদল চৌধুরী-সহ দলীয় বিধায়করা দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷ এই দলীয় কর্মীরা সম্প্রতি দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন ৷ তাঁদের সঙ্গেই দেখা করতে যাওয়ার সময় শান্তিরবাজার এলাকায় একই রকম দুষ্কৃতী হামলার মুখে পড়েন দলীয় নেতারাও ৷

মানিক সরকার জানান, এদিন শান্তিরবাজার এলাকায় পৌঁছতেই তাঁরা লক্ষ্য করেন বহু সংখ্যক মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে আছেন ৷ তাঁরা একত্রে স্লোগান দিচ্ছিলেন ৷ তাঁদের এলাকা থেকে চলে যেতে বলছিলেন ৷ মানিকবাবু বলেন, "শান্তিরবাজার থানার ওসি আমাদের ফিরে যেতে বলেন ৷ আমি বিক্ষোভরতদের পুলিশকে আক্রমণ করতে বারণ করলে তাঁরা পাথর, ইট, ডিম, জলের বোতল ছুড়তে শুরু করেন ৷"

তিনি আরও বলেন, "সদ্য সমাপ্ত নির্বাচনে চারটি আসনে হেরে গিয়েই বিজেপির এই রাগের বহিঃপ্রকাশ ঘটেছে ৷"

এদিকে এই ঘটনার জন্য উল্টে সিপিএম নেতাদেরই দায়ী করে ত্রিপুরার আইন মন্ত্রী রতনলাল নাথ বলেন, "সিপিএম নেতারা এসব নিয়ে ইচ্ছা করে ইস্যু বানানোর চেষ্টা করছেন ৷ আসলে যাঁরা বিক্ষোভ দেখায়েছেন তাঁরা সবাই সিপিএম সমর্থক ৷ সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা তুলেছিল ৷ এখন সেই পুরোনো সমর্থকরাই নেতাদের বিক্ষোভ দেখাচ্ছেন ৷"

আরও পড়ুন: অন্য রাজ্যকে অক্সিজেন পাঠাতে পারব না, মোদিকে চিঠি কেরালার মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details