পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোশাল মিডিয়ায় রাজস্থান নির্বাচন নিয়ে পোস্ট রাহুলের, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ - রাজস্থান নির্বাচন

Rahul Gandhi Allegedly Violating Poll Guidelines in Rajasthan: সোশাল মিডিয়ায় রাহুল গান্ধির রাজস্থান ভোট নিয়ে পোস্ট ঘিরে বিতর্ক ৷ নির্বাচনের দিন সোশাল মিডিয়াকে ব্যবহার করে রাহুলের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ করেছে বিজেপি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:29 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ কংগ্রেস নেতার একটি পোস্টকে ঘিরে এই অভিযোগ তুলেছে বিজেপি ৷ সেই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ড করার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে ৷ আজ রাজস্থান বিধানসভার ভোট চলার মাঝে রাহুল একটি প্রচারমূলক পোস্ট করেছেন বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ৷ যা নিয়ে রাহুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে ৷

শনিবার সকালে রাহুল গান্ধি রাজস্থান বিধানসভা নির্বাচন নিয়ে পোস্টে লেখেন, ‘‘রাজস্থান বিনামূল্য চিকিৎসা পরিষেবাকে বেছে নেবে ৷ রাজস্থান সস্তার রান্নার গ্যাস সিলিন্ডার বাছবে ৷ রাজস্থান সুদ-বিহীন কৃষি ঋণের পক্ষে যাবে ৷ রাজস্থান ইংরেজি শিক্ষাকে বাছবে ৷ রাজস্থান বেছে নেবে এক পেনশন নীতি ৷ রাজস্থান বাছবে জাতি শুমারি ৷’’ নির্বাচনের দিন এমন একটি পোস্ট, প্রচারের সামিল ৷ যেখানে নির্বাচন কমিশনের আর্দশ নির্বাচনী বিধি ভোটের 48 ঘণ্টা আগে থেকে লাগু হয়ে গিয়েছে ৷ সেখানে এমন পোস্ট আদর্শ আচরণবিধি ভঙ্গের সামিল বলে অভিযোগ বিজেপির ৷

পদ্মশিবিরের তরফে নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘‘তাঁর পোস্টটি 48 ঘণ্টার আদর্শ আচরবিধি লঙ্ঘন করেছে ৷ যে সময়ের মধ্যে কোনওরকম প্রচারমূলক বক্তব্য রাখায় নিষেধাজ্ঞা রয়েছে ৷’’ এও উল্লেখ করা হয়েছে যে, প্রাক্তন কংগ্রেস সভাপতি জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন ৷ বিজেপির তরফে লেখা হয়েছে, ‘‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং এর কর্মীদের নির্দেশ দেওয়া হোক, অবিলম্বে এই অ্যাকাউন্টটির কার্যকারিতা স্থগিত করতে এবং আগে ওই অ্যাকাউন্টে পোস্ট করা আপত্তিকর বিষয়বস্তুগুলি সরিয়ে ফেলা হোক ৷’’ এমনকি রাহুল গান্ধির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনে ৷ বিজেপির রাজ্য নির্বাচনী প্যানেলের তরফে আলাদা করে একটি অভিযোগ জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন', রাজস্থান নির্বাচনে বললেন রাজ্যবর্ধন
  2. 'বিজেপি এলে আমাদের প্রকল্পগুলি বন্ধ হবে', ভোটের রাজস্থানে শঙ্কিত গেহলত! শুভেচ্ছা বার্তা মোদির
  3. আজ রাজস্থানের 199 কেন্দ্রে ভোটগ্রহণ, মরুরাজ্যে যুযুধান বিজেপি-কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details