নয়াদিল্লি, 25 নভেম্বর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ কংগ্রেস নেতার একটি পোস্টকে ঘিরে এই অভিযোগ তুলেছে বিজেপি ৷ সেই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ড করার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে ৷ আজ রাজস্থান বিধানসভার ভোট চলার মাঝে রাহুল একটি প্রচারমূলক পোস্ট করেছেন বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ৷ যা নিয়ে রাহুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে ৷
শনিবার সকালে রাহুল গান্ধি রাজস্থান বিধানসভা নির্বাচন নিয়ে পোস্টে লেখেন, ‘‘রাজস্থান বিনামূল্য চিকিৎসা পরিষেবাকে বেছে নেবে ৷ রাজস্থান সস্তার রান্নার গ্যাস সিলিন্ডার বাছবে ৷ রাজস্থান সুদ-বিহীন কৃষি ঋণের পক্ষে যাবে ৷ রাজস্থান ইংরেজি শিক্ষাকে বাছবে ৷ রাজস্থান বেছে নেবে এক পেনশন নীতি ৷ রাজস্থান বাছবে জাতি শুমারি ৷’’ নির্বাচনের দিন এমন একটি পোস্ট, প্রচারের সামিল ৷ যেখানে নির্বাচন কমিশনের আর্দশ নির্বাচনী বিধি ভোটের 48 ঘণ্টা আগে থেকে লাগু হয়ে গিয়েছে ৷ সেখানে এমন পোস্ট আদর্শ আচরণবিধি ভঙ্গের সামিল বলে অভিযোগ বিজেপির ৷