কোট্টায়াম (কেরল), 14 জানুয়ারি : সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কাল (Bishop Franco Mulakkal acquitted in the Nun rape case) ৷ শুক্রবার কেরলের কোয়াট্টাম অতিরিক্ত দায়রা আদালত এই রায় দিয়েছে (Kottayam Additional Sessions Court acquits Bishop) ৷ ওই ধর্ষণ মামলায় তিনিই মূল অভিযুক্ত ছিলেন ৷
2018 সালে ওই বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল (Nun rape case) ৷ তাঁর বিরুদ্ধে কুরুভিলানগড়ের সেন্ট ফ্রান্সিস মিশন হোমের এক আবাসিক ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ৷