পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Biscuit Factory Worker Murdered: বিয়ে করতে বারণ করে দু‘বার হুমকির চিঠি, না শোনায় যুবককে গুলি করে খুন - বিস্কুট কারখানার কর্মী

বিহারের বৈশালী এলাকায় এক যুবককে বিয়ের আগে চিঠি লিখে দু’বার হুমকি দেওয়া হয়েছিল । চিঠিতে বলা হয়েছিল 'ওই মেয়েকে' বিয়ে করলে মেরে ফেলা হবে । কথা না শুনে ওই পাত্রীকেই বিয়ে করেন যুবক । বিয়ের ৪ মাস পর তাঁকে গুলি করে হত্যা করা হয়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 11:08 AM IST

Updated : Sep 29, 2023, 12:05 PM IST

বৈশালী (বিহার):খুনের হুমকি দিয়ে দু’দুবার চিঠি পান যুবক ৷ তারপর দুষ্কৃতীদের হাতে তাঁর প্রাণ যায় ৷ মৃতের নাম পঙ্কজ কুমার ৷ বৃহস্পতিবার বিহারের বৈশালীর ঘটনা ৷ তিনি স্থানীয় এক বিস্কুট কারখানার কর্মী ছিলেন ৷ এর আগেও ওই যুবককে দু’বার চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ । চিঠিতে বলা হয়েছিল, যেখানে কথা হচ্ছে সেখানে বিয়ে করলে তাঁকে মেরে ফেলা হবে । সেসব কথার তোয়াক্কা না করেই ওই যুবক সেখানেই বিয়ে করছিলেন ৷ কিন্তু শেষমেশ যে প্রাণ চলে যাবে তা কে জানত ?

চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি:নিহত পঙ্কজ কুমার বিদুপুর থানার উচিডিহ এলাকার বলিরাম সিংয়ের বাসিন্দা ছিলেন। যুবকের পরিবারের সদস্যরাও হুমকির চিঠির কথা জানতেন ৷ এই ব্যাপারে পরিবারের লোকজন থানায় দু’বার অভিযোগ দায়ের করেছিল ৷ অভিযোগ, পুলিশ কোনও নিরাপত্তার ব্যবস্থা করেনি ৷ বিস্কুট কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফিরে আসার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন যুবক ৷

বিয়ের 4 মাস পর খুন: পঙ্কজের বিয়ে হয়েছিল চলতি বছরের 27মে ৷ বিয়ের চার দিন আগে অর্থাৎ 23মে পঙ্কজের বাবা বলিরাম সিংয়ের মোবাইলে অপরিচিত নম্বর থেকে কেউ ফোন করে ছেলেকে বিয়ে না করতে বলে । হুমকিও দিয়েছিল । সেই তথ্য পঙ্কজের বাবা থানায় জানিয়েছিলেন । বিয়ের দু'মাস পর আবারও দুষ্কৃতীরা পঙ্কজকে হত্যার হুমকি দিয়েছিল। তাতেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।

রেজিস্ট্রি চিঠি পাঠিয়ে হুমকি: 11 আগস্ট পঙ্কজের বাবাকে কেউ চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছিল । তা নিয়ে বিদুপুর থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন তিনি । এরপরও পুলিশ কোনও ব্যবস্থা না নেয়নি । শেষমেশ বৃহস্পতিবার সকালে হাজিপুর শিল্পাঞ্চলে অবস্থিত বিস্কুট কারখানায় থেকে কাজ শেষে ফেরার সময় পঙ্কজকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা ।

বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে:কাজ শেষ করেই পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা পঙ্কজ কুমারকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যান । সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরেই বিক্ষুব্ধ জনতা রহিমপুরের কাছে সড়কের উপর দেহ রেখে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে হাজীপুর জনদহ প্রধান সড়ক অবরোধ করেন ৷

আরও পড়ুন:মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

ঘটনাস্থলে পৌঁছেছেন সদর এসডিপিও: খবর পেয়ে সদরের এসডিপিও ওম প্রকাশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন । দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেন তিনি । তিনি বলেন, "বিদুপুর থানার অন্তর্গত রহিমপুর চকের কাছে উনচিডিহ বিদুপুরের বাসিন্দা পঙ্কজ কুমার ৷ দুই দুষ্কৃতী বাইকে করে এসে পঙ্কজকে খুন করেছে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ জোগাড় ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন:ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি! মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করল পুলিশ

Last Updated : Sep 29, 2023, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details