পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shopkeeper Kidnapped by: ধারে ডিম না-দেওয়ায় বিরিয়ানির দোকানিকে অপহরণ, গ্রেফতার 3

বিরিয়ানির দোকান থেকে ধারে ডিম না-দেওয়ায়, অপহরণ করা হল দোকানদারকে ৷ বিলাসপুরের ঘটনায় 3 অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

Biryani shopkeeper Kidnapped in Chhattisgarh
Biryani shopkeeper Kidnapped in Chhattisgarh

By

Published : Apr 22, 2023, 4:29 PM IST

বিলাসপুর, 22 এপ্রিল: বিরিয়ানিতে ডিম না-থাকলে লোকজন অসন্তোষ প্রকাশ করে থাকেন ৷ এমনকী বিরিয়ানিতে ডিম না-থাকায় দোকানদারের সঙ্গে মনোমালিন্যের ঘটনাও এর আগে সামনে এসেছে বহুবার ৷ কিন্তু বিলাসপুরে যা ঘটল, তা ছাপিয়ে গেল বাকি সব ঘটনাকে ৷ বিরিয়ানির দোকানে ডিম না-পেয়ে দোকানিকে অপরহণের অভিযোগ উঠল ৷ গত 20 এপ্রিল ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরের বিলহা থানা এলাকায় ৷ ঘটনায় 3 অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ অপহৃত দোকানদার যোগেশ বর্মাকে উদ্ধার করা হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, বিলাসপুরের বিলহা থানা এলাকায় একটি বিরিয়ানির দোকানে ধারে ডিম নিতে যান তিন যুবক ৷ কিন্তু, দোকানদার ধারে ডিম দিতে অস্বীকার করেন ৷ দোকানদার ধারে ডিম দিতে না চাওয়ায়, ওই তিনজন তর্কাতর্কি শুরু করেন ৷ জানা গিয়েছে, ওই তিনজন যুবকও স্থানীয় ৷ তাঁদের পরিচয় দীপক চতুর্বেদী, রাহুল কুমার ভাস্কর এবং পরমেশ্বর ভরদ্বাজ ৷ ওইদিন বিকেলে এই তিনজন একটি গাড়ি নিয়ে যোগেশ বর্মার দোকানে যান ৷ সেখান থেকে তাঁকে জোর করে গাড়িতে তোলে ওই তিন যুবক ৷

এরপর সেখান থেকে যোগেশকে কোহরোদা গ্রামের নদীর পাড়ে শ্মশানের কাছে নিয়ে যায় ওই তিনজন ৷ অভিযোগ সেখানে যোগেশকে মারধর করে দীপক চতুর্বেদী, রাহুল কুমার ভাস্কর এবং পরমেশ্বর ভরদ্বাজ ৷ অন্যদিকে, যোগেশকে গাড়ি তুলে নিয়ে যাওয়ার সময় তাঁর দোকানের কর্মচারীরা পুলিশকে খবর দিয়ে দেয় ৷ অপহরণের খবর পেয়ে পুলিশ গাড়িটির খোঁজ শুরু করে ৷ ট্রাফিকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী অপরহণে ব্যবহার হওয়া গাড়িটিকে ধরে ফেলে পুলিশ ৷ কোহরোদা গ্রামের নদীর পাড়ে পুলিশ গাড়ি-সহ 3 অভিযুক্তকে ধরতে গেলে, তাঁরা পালানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাদের পালানোর চেষ্টা ব্যর্থ হয় ৷

আরও পড়ুন:ভেস্তে গেল বন্ধুকে অপহরণের ছক, পুলিশের তৎপরতায় গ্রেফতার 5

পুলিশ 3 জনকেই গ্রেফতার করেছে ৷ অপহরণে ব্যবহার হওয়া গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি, অপহৃত দোকানদার যোগেশ বর্মাকে উদ্ধার করা হয়েছে ৷ যোগেশ বর্মা অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে হুমকি, অপহরণ, মারধর-সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ গোটা ঘটনায় পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details