পটনা, 11 জুন:আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের 76তম জন্মদিন ৷ গত বছর সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর এবার পরিবার এবং দলের তরফে বড় করে তাঁর জন্মদিন পালনের আয়োজন করা হয় । দলীয় কার্যালয় থেকে পটনা পর্যন্ত লালুর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে । রাতে পরিবারের সঙ্গে কেক কাটেন তিনি । দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সমর্থকরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ।
বাবাকে সোশাল মিডিয়ায় তেজস্বী যাদবের শুভেচ্ছা: লালুর ছোট ছেলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বাবার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন ৷ রাতে বাবার কেক কাটার ছবি পোস্ট করে তিনি লেখেন, "দেশে-বিদেশে বিহারের খ্যাতি ছড়িয়ে দেওয়া সামাজিক ন্যায়বিচারের পথিকৃৎ শ্রদ্ধেয় লালু প্রসাদ যাদবকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।"
তেজ প্রতাপের ভিডিয়ো কলে বাবাকে শুভেচ্ছা: লালুর বড় ছেলে এবং বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব বাবার এই বিশেষ দিনে বাড়িতে নেই ৷ তিনি পটনার বাইরে । ফলে স্বাভাবিকভাবেই লালুর জন্মদিনের কেক কাটায় অংশ নিতে পারেননি তেজ ৷ তবে তিনি বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ গভীর রাতে বাবাকে ভিডিয়ো কল করে জন্মদিনের শুভেচ্ছা জানান ।
লালুকে নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ তেজ লেখেন, "আজ আমার বাবা লালু যাদবের 76তম জন্মদিন ৷ ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম ৷ তাঁর আশীর্বাদও নিলাম ৷ বাবার জন্মদিনে বারসানা শ্রী রাধা রানি মন্দিরে কেক কাটা হবে । পিতার দীর্ঘায়ু কামনা করে ব্রজের সাধু শ্রী রমেশ বাবার আশীর্বাদ নেব । জয় শ্রী রাধে ।"