পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Biplab Deb Files Nomination: রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন পেশ বিপ্লব দেবের - মনোনয়ন পত্র পেশ

রাজ্যসভার উপনির্বাচনে (Rajya Sabha bypoll) মনোনয়ন পত্র পেশ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Tripura CM ) বিপ্লব দেব (Biplab Deb)৷ মনোনয়ন পত্র পেশের সময় তাঁর সঙ্গে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha), উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ৷

Biplab Deb files nomination for Rajya Sabha by-elections
রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন পেশ বিপ্লব দেবের

By

Published : Sep 12, 2022, 5:01 PM IST

আগরতলা, 12 সেপ্টেম্বর:রাজ্যসভার উপনির্বাচনে (Rajya Sabha bypoll) বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Tripura CM ) বিপ্লব দেব (Biplab Deb)৷ রাজ্যসভার উপনির্বাচনে রাজ্য থেকে দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি ৷

আজ মনোনয়ন পত্র পেশ করতে যাওয়ার সময় বিপ্লব দেবের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha), উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ৷ মনোনয়ন পত্র পেশের পর বিপ্লব বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের শীর্ষ নেতৃত্ব আমাকে হরিয়ানার ইন-চার্জ করেছে, ত্রিপুরা থেকে রাজ্যসভার উপনির্বাচনের জন্য প্রার্থী করেছে ৷ দুই রাজ্যেই দলকে সাংগঠনিক দিক থেকে আরও শক্তিশালী করতে আমার সেরাটা দিয়ে চেষ্টা করব ৷"

2023 সালে উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়াই করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "2018 সালে 60 সদস্যের বিধানসভায় 36টি আসনে জয় পেয়েছিল বিজেপি ৷ সামনের বছর হাউসে দলের শক্তি আরও বৃদ্ধি করাটা আমাদের নিশ্চিত করতে হবে ৷"

আরও পড়ুন:রাজ্যসভা নির্বাচনে বিপ্লবকে প্রার্থী করল বিজেপি

মানিক সাহার ছেড়ে যাওয়া আসনে লড়বেন বিপ্লব দেব ৷ তাঁর উত্তরসূরি হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মানিক সাহা ৷ সেই কারণেই এই রাজ্যসভার আসনে উপনির্বাচন ৷ 22 সেপ্টেম্বর হতে চলেছে উপনির্বাচন ৷ বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মনে করা হচ্ছে যে বিপ্লব দেবের জয় শুধু সময়ের অপেক্ষা ৷

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পর 50 বছরের নেতা বিপ্লব দেবের মনোবল অক্ষুণ্ণ রাখতেই তাঁকে বিজেপি রাজ্যসভার প্রার্থী করেছে বলে মত রাজনৈতিক মহলের ৷ তাঁকে হরিয়ানায় দলের ইন-চার্জও করা হয়েছে ৷ তবে ত্রিপুরায় বিপ্লব দেবের কাজের ক্ষেত্র কমাতেই এই দুই পদক্ষেপ বলে অনেকের মত ৷ তাঁকে হরিয়ানায় বাড়তি দায়িত্ব দেওয়া ও রাজ্যসভার প্রার্থী করার মধ্যে দিয়ে তাঁকে বিজেপি সুকৌশলে রাজ্যের বাইরে রাখতে চেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details