নয়াদিল্লি, 17 জুন : সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বায়োলজিক্যাল-ই (Biological-E) গেম চেঞ্জার হয়ে উঠতে পারে করোনা টিকাকরণের ক্ষেত্রে । করোনার বিরুদ্ধে প্রায় 90 শতাংশ কাজ করতে সক্ষম হতে পারে এই টিকা । এমনটাই মনে করছেন চিকিৎসকদের নিয়ে কেন্দ্রের তৈরি উপদেষ্টা মণ্ডলীর একাংশ । কেন্দ্রের কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন এন কে অরোরা জানিয়েছেন, টিকাটি বর্তমানে তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে । আশা করা হচ্ছে, অক্টোবরের মধ্যে টিকাটি বাজারে এসে যাবে ।
তিনি আরও জানিয়েছেন, বায়োলজিক্যাল-ই-এর এই টিকাটির নাম হবে করবেভ্যাক্স । নোভাভ্যাক্স টিকার মতোর অনেকটা একইরকম এই টিকাটি । করোনার ভ্যারিয়ান্টগুলির বিরুদ্ধে প্রায় 90 শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভ্যাকসিনের ।